শরাণাগত
বিপ্লব গোস্বামী
দয়াল এসেছি তব শরণে
আশ্রিত জনে ঠেদিও না দূরে
দাও ঠাঁই তব শ্রীচরণে।
শুনেছি তুমি বড় দয়ানিধি
এ কাঙ্গালে শুধু মাগে আশ্রয়
হেরিতে অপরূপ মূর্তি নিরবধি।
অনাহুত আসিয়া তব দ্বারে
পাতিয়াছে হাত,তব দয়া তরে
রিক্ত হাতে ফিরাবে কি তারে?
শরণাগত জনে করোনা হেলা
সারমেয় সম থাকব গৃহ কোণে
শুধু উচ্ছিষ্টটুকু দিও দুবেলা ।