পরম প্রিয় গুরুমহারাজের পরম পবিত্র ৭২তম ব্যাসপূজা উৎসব উপলক্ষে
শ্রদ্ধার্ঘ্য
হে গুরুদেব,
২০০৮সালে যখন আপনি শ্রী শ্রী রাধামদনমোহন জিউ মন্দির,তারাগঞ্জ,রংপুর এ
আসেন তখন প্রথম আপনার দিব্য দর্শন লাভ করি।সেই সময়ে ইস্কন কি তা ভালভাবে
বুঝতাম না।অনেক বিদেশী ভক্ত , স্থানীয় ভক্তদের আগমন আর আপনার উপস্থিতি
এক অপ্রাকৃত পরিবেশ ও দিব্য আনন্দঘন পরিবেশের সৃস্টি করে।সেই অপ্রাকৃত
পরিবেশ আর দিব্য আনন্দের কথা মনে পড়লে আমার হৃদয়ে এখনো দিব্য আনন্দ
অনুভূত হয়।এছাড়াও যখন আপনি শ্রীল প্রভুপাদ ও সমবেত ভক্তদের উদ্দেশ্যে আরতি
নিবেদন করেছিলেন আপনার সেই দিব্য দর্শন এখনো হৃদয়ে ভেসে ওঠে যা আপনার
আমার প্রতি বিশেষ করুণা।
হে আমার আধ্যাত্বিক পিতা,
আমি আপনার অযোগ্য সন্তান ।তারপরও কৃপাপূর্বক আমাকে আপনার শ্রীচরণকমলে
আশ্রয় দিয়েছেন যাতে আমি শ্রীল প্রভুপাদের সেবায় নিজেকে যুক্ত করতে
পারি।আমার কোন যোগ্যতা নেই, কেবল আপনার কৃপার ফলেই আমার পক্ষে তা কোন
সেবা সম্পাদন করা সম্ভব।
হে মহান আচার্য্য,
শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষায় আমরা পাই, যিনি আচার ও প্রচার দুই করেন তিনিই
যথার্থ আচার্য্য। আর আপনার মধ্যে সেই গুণাবলী পূর্ণরুপে বিদ্যমান।আপনার
শিক্ষায় আজ সারা জগতবাসী সমৃদ্ধ হচ্ছে।
হে সকলের প্রিয় সুহৃদ,
আমি দেহ নেই ,আমি চিন্ময় আত্মা।সেই যথার্থ শিক্ষা আপনি আজ জগতবাসীকে
দিচ্ছেন। শারিরীকভাবে অসুস্থ থাকার পরও (জ্যেতিষী বলেছেন আপনার এ শরীর জীবন
ধারনের মত উপযুক্ত নয়)নিরলসভাবে শ্রীল প্রভুপাদের সেবা করে চলেছেন যার ফলে
আজ অসংখ্য অধঃপতিত জীব তাদের স্বআলয় গোলকধামে ফিরে যাচ্ছে। যা কেবলমাত্র
আপনার অহৈতকী কৃপার ফলে সম্ভব হচ্ছে।
হে পরম প্রিয় গুরুমহারাজ,
কৃষ্ণভাবনামৃত প্রচারে আপনার জীবনে অসংখ্য বাধা সামনে এসেছে।কিন্তুআপনি
সেগুলোকে সুযোগ হিসেবে নিয়ে কৃষ্ণভাবনামৃত প্রচারকে আরো বেগবান করেছেন।এই
করোনা মহামারীতে, যেখানে সবাই গৃহবন্দী সেখানে আপনি প্রচারের নতুন নতুন কৌশল
কাজে লাগিয়ে গৃহে থেকেও হাজার হাজার শ্রীমদ্ভগবদগীতা,শ্রীমদ্ভাগবত প্রচার করে
চলেছেন। এভাবে নিরন্তর সেবার মাধ্যমে সবাইকে কৃষ্ণমূখী করার অনলস প্রচেষ্টা
অব্যাহত রেখেছেন।
হে প্রাণনাথ,
আমি আপনার দ্বীন সেবক ।আপনার মত মহান আচার্য্যের গুণ,লীলা ,মহিমা বর্ণনা
করা আমার মত ক্ষুদ্র ব্যক্তির পক্ষে কিভাবে সম্ভব?তারপরও কিছু ক্ষুদ্র প্রয়াস
করলাম ।আমার সকল ত্রটি অপরাধ মার্জনা করুন ।হে প্রাণনাথ জনমে জনমে
আপনার সেবা অভিলাস যেন আমি পূরণ করতে পারি।আপনার চরণকমলে যেন ঠাই পাই
সেই নিবেদন করি।
বিনীত
আপনার অযোগ্য শিষ্য
জগৎপূজ্য কৃষ্ণ দাস
নীলফামারী জেলা,বাংলাদেশ