Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Dīneśvara Caitanya dāsa (Bangladesh-Dhaka - Bangladesh)

নম: ওঁ বিষ্ণু পাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।

শ্রীমতে জয় পতকা স্বামী ইতি নামিনে।।

নম: আচার্য‍্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে।

গৌর কথা ধামোদায় নগর গ্রাম তারিনে।।

গুরুদেবের জয় হোক ! শ্রীল প্রভুপাদের জয় হোক !

হে পরমারাধ‍্য গুরুদেব, আপনার শুভ আবির্ভাব তিথি ব‍্যাসপূজায় শতকোটি দন্ডবৎ প্রনাম গ্রহণ করুন। হে পতিত পাবন গুরুমহারাজ ! আপনার গুনমহিমা কীর্তন করবার যোগ্যতা আমার নেই। শুধু এইটুকু বলতে পারি যে, আমার মতো বহু অধপতিত জীবকে উদ্ধার করবার জন‍্য আপনার আবির্ভাব।

শুভ ব‍্যাসপূজা তিথিতে  প্রার্থনা যেন আপনার চরণ হতে বিচ‍্যুত না হই।

 

আপনার দীন সেবক

দীনেশ্বর চৈতন্য দাস

ঢাকা, বাংলাদেশ