Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Purṇyātmā Gaura dāsa (Hooghly - India)

@ শ্রী ব্যাসপূজা @

হে আমার পরমআরাধ্য শ্রী গুরুদেব আমি আপনার শ্রীচরণে জানাই অনন্ত কোটি প্রণাম।
আজ আপনার শুভ আবির্ভাব দিবস এবং শুভ কামদা একাদশী মহৎসব সরা বত্সরের সবচেয় অনন্দের দিন, শ্রী গুরুদেবের গুনকীর্তন এর দিন, কিন্তু আমার যে কোন ভাসা জনানেই হাতের লেখা ভালো নয় কোন ঞ্জান বুদ্ধি নেই আমি একজন মূর্খ অশিক্ষিত কি ভাবে যে গুন কীর্তন করতে হয় সেও জানি না আপনি যে অসীম গুন সম্পন্ন।
হে আমার পরমআরাধ্য গুরু দেব আমি একজন মহা পাপিষ্ঠ নরাধম নিরাশ্রয় হয়ে এতো দিন ঘুরছিলাম, আমি জেন আর আপনার চরণ আশ্রয় ছাড়া না হই, কৃপা করুন যাতে আপনার ও গৌর নিতাই এর সেবা কোরে ভাগবত ধাম এ ফিরে যেতে পারি,  আপনি প্রভুপাদ এর মনবাঞ্চা পুরণ করার জন্ন প্রাণপনে সেবা করে চলেছেন তাই আপনার জয় হোক।
               

                  @  শ্রদ্ধাঞ্জলি  @

 

আজ শুভ দিনে সুভক্ষনে নেচে উঠেছে মন
এ দিন শ্রীল আচার্যপাদ অভির্ভুত হন তাড়িতে অপামোড়
মোর সম পতিত আর ত্রিভুবনে নাই 

প্রতীত পাবন হে নাথ পাদপদ্মে দিয় ঠাই
অন্ধের যষ্টি শরুপ আশার আলো
আমর মনি কোঠায় ভক্তি প্রদীপ জলো
আপনি কৃপাময় দয়ার সাগর
আপনার কৃপা গুনে ভক্ত হইল  সকল
আপনার কৃপা গুনে কেহ বর্নিবারে নারে
পৃথিবীতে আছে যত মনুষ্য সকল,
জয় জয় কৃষ্ণের সরুপ করুণা সাগর
যাহার কৃপায় হয় জ্ঞান অগোচর,
আপনার মত গুরু দর্শন হয় যার
জীবের সকল বন্ধন মোচন হয়ে যায়,
আপনার পাদ সেবা করে যেই জন
তাহার সর্বশ্রেষ্ট বুদ্ধি জানিও তখন,
আপনার পদে ভক্তি অভাভ কারন
আমার শুদ্ধ বুদ্ধি নহে কদাচান,
অবশেষে মায়াতে মন মগন হইল
বৌষ্ণবেতে লেশমাত্র রতি নাজন্মিল,
অন্নবেদে রতি ছাড়ি দুরাচার যে জন
যদি করে মনবাক্কো আপনার ভজন,

অপরাধীকে কৃপা করুন শ্রী গুরুমহারাজ
আপনার কৃপা ভিক্ষা মাগে পুর্ণআত্মা গৌরদাস. 


আপনার শ্রীচরণের দাস
পুর্ণআত্মা গৌরদাস
গৌরহাটি বেহালাবাজার
আরামবাগ হুগলী।