রসরাজ কৃষ্ণ দাস, (ব্রাহ্মণ দীক্ষা) ফটিকছড়ি শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, চট্টগ্রাম, বাংলাদেশ।
শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের 72 তম আবির্ভাব তিথি উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি।
হে গুরু মহারাজ,
আপনার শ্রীচরণ পদ্মযুগলে এই অধমের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি নিবেদন করি। আমেরিকার মতো ধনী দেশে আবির্ভূত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করে উক্ত দেশকে ধন্য করেছেন। বার্ধক্য জরা দেহে, এমনকি মেডিকেলে পর্যন্ত ডাক্তার-নার্সদের প্রচার করে যাচ্ছেন। মায়াপুরের কতিপয় মরুভূমি শ্রীল প্রভুপাদ আপনার হাতে সোপর্দ করেছিলেন, আজ আপনার অক্লান্ত পরিশ্রমের ফলে বিশ্ব বিখ্যাত মন্দির হতে যাচ্ছে। আপনার গুণগান এই অধমের মুখে বলা শোভা পায় না।
আমি 84 লক্ষ যোনি ভ্রমণ করতে করতে ত্রিতাপ জ্বালায় দগ্ধ হচ্ছিলাম, কোন সৌভাগ্য ফলে আপনি আমাকে করুণা করে শ্রীশ্রী বার্ষভানবীমুরারির সেবা করার সুযোগ দান করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের আদেশ দিয়েছেন, জ্ঞান উপার্জনের জন্য দিয়েছেন শ্রীল প্রভুপাদের বিভিন্ন গ্রন্থ যা প্রতি পদে পদে প্রচারের সহায়ক। গান
ওহে গুরুদেব,
তোমার কৃপাবল, (আমার) হৃদয়ের সম্বল, আর নাহি চাই আর।
কৃপা না হইলে, করিতে নারিব,
তোমার বাণী প্রচার।।
(আমি) সংসারে মজিয়া, মায়াতে ডুবিয়া,
আছি বিষম বন্দন।
পুত্র পরিবার, পালন করিয়া
প্রচারে হইতেছে বিঘ্ন।।
এমন সময়ে, তব কৃপা ছাড়া
না দেখি সম্বল।
রসরাজ কহে, জীবনে মরনে
কে আছে আমার।।