নমো ওঁম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।
শ্রীমতে জয়পতাকা স্বামীন্ ইতি নামিনে।।
নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে।গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিনে।।
প্রিয় গুরুমহারাজ, করুনা করে আপনি আমার বিনম্র সশ্রদ্ধ প্রনাম গ্রহণ করুন।
শুভ কামদা একাদশী তিথি তে আবির্ভূত হয়েছেন কেবলমাত্র আমার মত অধপতিত জীবদের উদ্ধার করবার জন্য। আপনি সবসময় বলে থাকেন যে,
পাপীতাপী যত ছিল
হরিনামে উদ্ধারিল।
তার সাক্ষী জগাই আর মাধাই রে।
আপনি নিত্যানন্দ প্রভুর মূর্ত বিগ্রহ,কৃপার প্রতি মূর্তি।গুরুবাক্য পালন দ্বারা আপনি আমাদের শিক্ষা প্রদান করছেন। যে কথা আপনি শ্রীল প্রভুপাদের উদ্দেশ্যে লিখেছেন, "তোমার কৃপায় অসম্ভব সম্ভব হয় রে।"এই কথা কেবলমাত্র আপনার দ্বারা প্রচারিত হচ্ছে।
তাই আপনার জন্য এ-ই কথা খুবই উপযুক্ত যে,
প্রভুপাদের প্রিয়জন,তুমি হলে অন্যতম,উড়াইছ জয়ের পতাকা।
প্রচার কার্যেতে তুমি,জয় করেছ বিশ্ব ভূমি,তুমি হলে শ্রীল জয়পতাকা স্বামী।।
আমাদের করুনা করুন গুরুমহারাজ যেন আপনার শ্রীচরণ এর প্রতি আমাদের অহৈতুকি ভক্তি লাভ হয়।আর জন্মে জন্মে যেন আপনি আমাদের গুরুদেব হন। আর পরিশেষে বলতে চাই,
যদ্যপিহ আমার গুরু চৈতন্যের দাস।
তথাপি আমি জানি তাহার ই প্রকাশ।।
আপনার পারমার্থিক পুত্র এবং কন্যা,
কালীয়দমন কানাই দাস।
পূজেশ্বরী রাধিকা দেবী দাসী।