Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Padminī Parameśvarī devī dāsī (Dhaka - Swamibag - Bangladesh)

শ্রীল জয় পতাকা স্বামী গুরুমহারাজের চরণে নিবেদন

 

 

হে আমার হৃদয়ের রাজ, গুরুমহারাজ শ্রীল জয়পতাকা স্বামী,

তোমার পদ্মসম রাতুল চরণে বারংবার আমি নমি।

তোমার মহিমা প্রকাশ করার সাধ্য নেই আমার,

আমি অতি অধম দূরাচারী পাপে হৃদয়ভার।

কৃপা করে সুযোগ দিও আমায়, পাই যেন বল;

পাষন্ডী হৃদয়ে যেন জাগ্রত হয় তব শ্রী চরণ কমল।

বৈষ্ণবের যথার্থ প্রকাশ তুমি, জগতের এক আচার্য,

নিজে আচরি সকলকে শিক্ষা দিচ্ছো দিবারাত্র।

সকল প্রতিকূলতার উর্ধ্বে গিয়ে করছো তুমি প্রচার,

কলিহত জীবদের জন্য সদা চিন্তিত তুমি, হৃদয় কাঁদে তোমার।

করুণা,ধৈর্য্য, ভালোবাসার মূর্ত্ প্রকাশ তুমি,

তোমার আগমনে ধন্য হয়েছে ভারতভূমি।

বড় বড়  অপরাধীকে করে ক্ষমা, কৃপায় করেছ সিক্ত,

তোমার কৃপায় মহা পাতকিও হয়েছে শুদ্ধ ভক্ত।

প্রভুপাদকে হৃদয়ে ধারন করে করছো জীবন যাপন,

গুরুদেবের প্রতিটি আদেশই করেছো হৃদয়ে ধারন।

নিত্যানন্দ  প্রভুর কৃপা করছো অকাতরে বিতরণ,

মহাপ্রভুর বাণী প্রচারে চেষ্টা চালিয়ে যাচ্ছ প্রাণপণ।

গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিয়া দাও সদা সুমধুর হুঙ্কার,

তোমার হুঙ্কার কর্ণে প্রবেশিলে হ্রদয়ে আসে আনন্দের জোয়ার।

যখন তোমার মুখপদ্মে বলো, নিরানন্দ দূরে গেল আনন্দের সীমা নাই,

হতাশাগ্রস্ত জীবনে পাই আনন্দের ঠাই।

গৌর পার্ষদদের ধাম প্রকাশে তুমি করছো অক্লান্ত পরিশ্রম,

তোমার কৃপায় কত ভক্তের দূর হচ্ছে হ্রদয় ভ্রম।

স্থান-কাল নির্বিশেষে করে যাচ্ছো গৌরাঙ্গের কৃপার প্রচার,

সকলকে দিচ্ছো আশ্রয় চরণে, সুযোগ দিচ্ছো ভক্তি করার।

অনেক করুণা করে দিয়েছো তোমার চরণে আশ্রয়,

আশীর্বাদ করো আমায়, পাথর সম হ্রদয়ে যেন ভক্তি প্রস্ফুটিত হয়।

তোমার সম্মুখে করা সংকল্প যেন করিতে পারি রক্ষা,

এটা যেন হয় জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি, করো কৃপা ভিক্ষা।

আমার শেষ আশ্রয় তুমি, একমাত্র গতি,

তোমার কৃপা আমার সম্বল , কৃপা বিনা নাই গতি।

সকল অপরাধ ক্ষমা করে চরণে দিও ঠাই,

তব করুণা ব্যাতিত আমি বড় অসহায়।

শত অপরাধী পামর আমি কৃপা কর দান,

তোমার শুভ ব্যাসপূজা তিথীতে গুরু মহারাজ তোমায় প্রণাম।

 

­­­­­বিনয়াবণত,

পদ্মিনী পরমেশ্বরী দেবী দাসী,

দীক্ষাঃ স্বামীবাগ আশ্রম, ঢাকা, বাংলাদেশ।