Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

sajala dāsa (Habiganj - Bangladesh)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে

শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।

নম আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে

গৌরকথা ধামধায় নগরগ্রাম তারিনে।।

 

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে

শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে।

নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিনে

নির্বিশেষ শূণ্যবাদী পাশ্চাত্যদেশ তারিনে।।

 

হে পরম পূজনীয় গুরু মহারাজঃ 

কৃপা পূর্বক আমার সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণাম স্বীকার করুন।জয় হোক শ্রীল প্রভুপাদের, জয় হোক আপনার দিব্য লীলাময়ী ৭২ তম বছরের শুভ আবির্ভাব তিথি বা ব্যাসপূজা।

হে পতিত পাবনঃ 

আমার এই মনুষ্য জীবন পশুর আচারণের ন্যায়,উদ্দেশ্য বিহীন, গন্তব্য বিহীন, সদা গভীর ভোগবাসনায় তামসাচ্ছন্নভাবে অতিবাহিত হচ্ছিল। জীবনের অস্তিত্ব বা গুরুত্ব সম্বন্ধে ঘোর অন্ধকারে পতিত ছিলাম। ঠিক সেই সময়ে আপনার শ্রীপাদপদ্ম কোটি সূর্যের ন্যায় আলোকরশ্মির প্রদানের দ্বারা আমার অজ্ঞান রূপ যে গভীর অন্ধকার আমাকে ডুবিয়ে রেখেছিল তা যেন এক দাবাগ্নির  মতো সব ভস্ম করে দিল। তখন আমি অতি পতিত আপনার শ্রীচরাশ্রয় করে কৃষ্ণভাবনাময় এই পরম অমৃত আস্বাদনের এক অপুর্ব সুযোগ লাভ করেছি। শ্রীল প্রভুপাদের দেওয়া নির্দশনাবলী অতি সযত্নে পালনে আপনি দৃঢ়নিষ্ঠ। এত অসুস্থ লীলাতেও আপনি আপনার একাগ্রতা বজায় রেখেছেন। আপনার শারিরিক প্রতিকুলতার মধ্যেও আপনি প্রতিনিয়ত অহৈতুকি কৃপা প্রদান করার জন্য দর্শন দান, পরিক্রমায় যোগদান, সন্ধ্যা বেলায় প্রবচনের দারা এবং ভিডিও জুম এপসের দারা সবার গৃহে গিয়ে সবাইকে এক দিব্য প্রেমের সাগরে ভাসিয়ে চলছেন। সমস্ত নগর গ্রাম এবং সমস্ত গৃহকে পবিত্র করার জন্য আপনি বিচরন করে যাচ্ছেন।এর দারা সমস্ত জগৎ যুব সমাজের প্রতি এক কঠিন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার মধ্য দিয়ে আমি সর্বক্ষন এই মনে করি যে আমার হৃদয়ে থেকে কে যেন আমায় নির্দেশ্না প্রদান করছে। এখনও পর্যন্ত যত প্রতিকুল পরিবেশ আমায় ঘিড়ে ধরেছিল সর্বদা আপনার নির্দেশনা পেয়ে জয় লাভ করেছি। আমি আপনার চরণাশ্রিত একজন অতি কনিষ্ঠ সন্তান। আমার এই মহান সোসাইটিতে যুক্ত হয়ে সেবা করার কোনো যোগ্যতাই ছিল না। কিন্তু আপনার পাদপদ্মের ছায়ায় এসে আমার সেই সুযোগ লাভ হয়েছে। হে গুরুমহারাজ আপনার গুন মহিমা বর্ননার কোনো যোগ্যতা আমার নেই যা লিখতে যাচ্ছি মনে হচ্ছে যেন এটা অতি নঘন্য মাত্রা বা কম হচ্ছে।আপনার শ্রীচরনে কিভাবে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করব সেই বোধগম্যতাও আমার নেই।মনে হচ্ছে এক সাগর জলের মধ্য দয়ে আমি সুচাগ্রভাগ পরিমান জলও তুলতে পারলাম না।আপনার মহিমা জগৎ প্রসারিত আমার ভাবনারও অতিত। 

হে আমার প্রিয় হিতাকাঙ্কীঃ

এই বিশেষ দিবসে আমি আপনার শ্রীপাদপদ্মে নিবেদন করছি যে অবস্থায় থাকি না কেন সর্বদা বা সর্বক্ষন যেন কৃষ্ণচেতনায় থাকতে পারি। আমি আপনার নিকট হতে দিক্ষা গ্রহন করত প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তা পালনে দৃঢ়ব্রত থাকি। আপনার মনোভাবই যেন আমার মনোভাব হয়। জয় পরমারাধ্য গুরুমহারাজ শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ  কি----- জয়--- জয়---জয়।

নিবেদক,

সজল দাস (চরনাশ্রীত)

শ্রী শ্রী নরসিংহ জিউ মন্দির

ইসকন হবিগঞ্জ- বাংলাদেশ।