Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Tamāl Śyāma Kṛṣṇa dāsa ( - Bangladesh)

শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঁঃ
 নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে ।
     শ্রীমতে জয়পতাকা স্বামীন্ ইতি নামিনে ।।
    নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে ।
        গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিনে ।।  
 
হে  আমার পরম পুজনীয় গুরুমহারাজ আপনার ৭২তম ব্যাসপুজা ও শুভ আর্বিভাব তিথিতে আপনার এই অধম সন্তানের ক্ষুদ্র প্রয়াস ।জাগতিক জীবন সমূহের পারমার্থিক উদ্ধার কার্যের আলোক বর্তিকা হয়ে ,আপনি আপনার স্বাভাবিক লীলায় মগ্ন আছেন । হে গুরু মহারাজ আমি একমাত্র অযোগ্য সন্তান যে আপনার আবির্ভাব তিথি উপলক্ষে আপনার মহান সন্তানরা কত কিছু করছেন আর আমি কিছুই করতে পারলাম না। আমার অপরাধ ক্ষমা করুন করুন মহারাজ আপনার নিকট আমার এই একমাত্র প্রার্থনা আমি যেন এই জীবন আপনার চরণে থেকে পার করতে পারি।
জয় গুরু মহারাজ  
জয় শ্রীল প্রভুপাদ 
                            
            ইতি
আপনার অযোগ্য সন্তান
তমাল শ্যাম কৃষ্ণ দাস
 রাজাদি.নরসিংদী.বাংলাদেশ, 
+880 1910-185170