Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Sundarī Lalitā devī dāsī (Mayapur - India)

ওঁ অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।।

 

হে পরমারাধ্য পারমার্থিক পিতা,

সর্বপ্রথম আমি আপনাকে জানাই আমার অন্তরের শতকোটি প্রণাম, কারণ আপনিই এই অন্ধকারাচ্ছন্ন জড় জগৎ থেকে পরম আলোকময় পারমার্থিক জগতে আমার চক্ষু উন্মীলনের কৃপা করেছেন, দীক্ষা প্রদানের মাধ্যমে। আপনার সম্বন্ধে শ্রদ্ধার্ঘ্যে লেখা প্রায় অসম্ভব কারণ বিন্দু কি সিন্ধুর গুণগান করতে পারে। আপনি স্বয়ং শ্রীমন্নিত্যানন্দ প্রভুর করুণার সিন্ধু। এই লকডাউনে গৃহবন্ধী অবস্থায় আপনার যেটুকু কৃপা উপলব্ধি করতে পেরেছি তাই লিখছি। আমার কাছে আপনার উপস্থিতি বা appearance অত্যন্ত রোমাঞ্চকর। আপনাকে সাক্ষাৎ বা কোন মাধ্যমের দ্বারা দর্শন করা মাত্র এবং আপনার শ্রীমুখে – নমো ওঁ বিষ্ণুপাদায়…..ভক্তিবেদান্ত স্বামী… শ্রবণ করা মাত্রই এক অদ্ভত অনুভূতি হয়। এই অতিমারীর সময় আপনি সর্বদা একজন চিন্তাশীল পিতার মত সকল পারমার্থিক সন্তানসমূহকে কিভাবে এই সঙ্কটের মোকাবিলা করতে হবে, কিভাবে সতর্ক থেকে ভগবদ্সেবা চালিয়ে যেতে হবে তার জন্য গাইড করেছেন। তারা যাতে গৃহবন্দী অবস্থায় একাকী বোধ না করে বা চিন্তাগ্রস্ত না হয় সেজন্য আপনি সর্বদাই জুমের মাধ্যমে তাদের উৎসাহ দান তথা সমস্ত উৎসবে যুক্ত করেছেন। যারা কখনও কল্পনাও করতে পারে নি যে সরাসরি আপনি তাদের সঙ্গে কথা বলবেন, তাদের গৃহে পদার্পণ করবেন বা তাদের তৈরী প্রসাদ গ্রহণ করবেন, সেইসব ভক্তেদের নিকটে আপনি জুমের মাধ্যমে গিয়েছেন ও সময় কাটিয়েছেন। এটাই আমাদের প্রতি আপনার বিশেষ কৃপা। এইভাবে সঙ্কটময় অবস্থায় সকল ভক্তবৃন্দদের একত্রিত করে তথা সেবায় যুক্ত রেখে আনন্দদান করতে কেবল আপনিই পারেন। গৃহে সামান্য অসুবিধা হলেই আমি অস্থির হয়ে পড়ি, সেখানে আপনি এত অসুবিধা সত্ত্বেও, এত শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে থেকেও দ্বিগুন মাত্রায় হাসিমুখে প্রচার করে চলেছেন। এতেই প্রমাণ হয় যে মুক্ত আত্মা সর্বপ্রকার অসুবিধার মধ্যেও অবিচলিত থাকেন, কারণ তিনি সর্বদাই ভগবদ্সান্নিধ্যেই অবস্থান করেন, ঠিক প্রহ্লাদ মহারাজের মত। এইভাবে অসুস্থলীলার মাধ্যমে আপনি আমাদের শিক্ষা দিচ্ছেন যে – কৃষ্ণভক্তি অনুশীলনে কোন কিছুই বাধা হতে পারে না। শ্রীচৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সংকীর্তন আন্দোলন, যা শ্রীল প্রভুপাদ কর্তৃত সমগ্র বিশ্বে ছড়িয়ে গেছে, তার বিজয় পতাকা হলেন আপনি। শ্রীরামচন্দ্রের বানর সেনার মধ্যে হনুমান যেমন বিশেষ ভাবে বিশাল বিশাল পাথর এনে সেতুবন্ধে সেবা করেছিলেন, তদ্রূপ আপনি দেশ-বিদেশের শিক্ষিত-অশিক্ষিত, ধনী-দরিদ্র, যোগ্য-অযোগ্য় কিছু বিচার না করে হাজার হাজার কলিহত জীবকে কৃপা পরশ দান করে ভক্ত করেছেন, আর প্রভুপাদের আন্দোলনে তাদের যুক্ত করেছেন। এটা কেবলমাত্র শ্রীল প্রভুপাদের প্রতিই আপনার নিষ্ঠা ও সেবাভাব, যে আপনি এতকিছুর মধ্যেও গ্রন্থ প্রচার, নবদ্বীপ মণ্ডলের উন্নয়ন, শিষ্য গ্রহণ, সারস্বত পরিবার একত্রীকরণ ইত্যাদি সেবা অক্লান্তভাবে সম্পাদন করছেন।

আপনার সকলের প্রতি স্নেহশীল মনোভাব আপনাকে সর্বজন বিদিত করে তুলেছে। যেমন, ২০১৬ সালে ব্রজধামের একজন (ইসকন বহির্ভূত) গৌড়ীয় ভক্তের সঙ্গে যখন আমাদের আলাপ পরিচয় হচ্ছিল, তখন আমার গুরুদেব হিসাবে আপনার নাম শ্রবণমাত্রই তিনি পরম আনন্দ সহকারে, আপনার মহিমা কীর্তন করতে শুরু করেন। কারণ পূর্বে কোলকাতায় তিনি আপনার কৃপা আশীর্বাদ লাভ করেছিলেন। আবার, ২০১৯ এ দক্ষিণ ভারতে শ্রীরঙ্গনাথের গর্ভগৃহে সেবারত শ্রীসম্প্রদায়ভুক্ত বৈষ্ণব পূজারীও, আমাদের পরিচয় জানতে চেয়ে যখন আপনার শিষ্য হিসাবে জানলেন তখন আপনার গুনগাণ করে আমাদের বিশেষ দর্শনের সুযোগ করে দিয়েছিলেন। ঐ সময়গুলিতে এটা খুব সুন্দরভাবে উপলব্ধি হয়েছিল যে কেবল নিজ শিষ্য বা ইসকন ভক্তবৃন্দদের প্রতিই নয়, বরং সকল মানুষের প্রতি আপনি কত স্নেহশীল। শ্রী নিত্যানন্দ প্রভুর সকলকে প্রেমদান করে কৃপা করার মতই আপনিও স্নেহদ্বারা সকলকে আপন করে নিয়েছেন। আপনি সত্যই এ জগতের ঊর্ধ্বে এক চিন্ময় সত্ত্বা। আপনি লিখেছেন – যদি প্রভুপাদ না হইত… কিন্তু আমার মত ক্ষুদ্র, স্বল্পবুদ্ধি সম্পন্ন স্ত্রীলোক এটাই বলেত পারে, যদি হে গুরুদেব আপনি না হতেন..তবে আমার কি হত?

আপনার পারমার্থিক কন্যা

সুন্দরী ললিতা

গলসী, পূর্ব-র্ধমান