Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Rākhāla Dāmodara dāsa (Narayanganj - Bangladesh)

প্রিয় গুরু মহারাজ 

আমার সশ্রদ্ধ প্রণতি গ্রহণ করুন।

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে,

শ্রীমতে জয় পতাকা স্বামীন ইতি নামিনে।।

নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে, 

গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিনে।। 

হে শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ , আপনার মহিমা বর্ণনা  করার কোনো যোগ্যতা আমার নেই, কেননা আপনার গুণাবলি অনন্ত। তার পরেও আমি বলতে চাই যে যেভাবে বহু কষ্ট সহ্য করে আপনি শ্রীমন মহাপ্রভু ও শ্রীল প্রভুপাদের বাণী প্রচার করছেন এবং আমার মত অধম পতিতদের উদ্ধার করে চলেছেন তা এই জগতের ইতিহাসে বিরল। আপনার অপার করুণা এবং ভক্তির মাহাত্ম্য কেইবা বুঝতে পারে? আমি এখনো স্মরণ করি আপনি আমাকে ২০০৮ সালের বাংলাদেশের নারায়ণগঞ্জ সাফারি প্রোগ্রামে বলেছিলেন যে কিভাবে সব সময় মায়ার বিরুদ্ধে যুদ্ধ  করতে হবে  এবং সেই যুদ্ধে ও ভক্তি জীবনে সফল হওয়ার জন্য কৃপা আশীর্বাদ করেছিলেন। আপনি এতটাই কৃপাময় এবং ধৈর্য্যশীল যে সকলকেই কৃষ্ণভাবনা ব্যখ্যা করার যন্ত্রণা আপনি গ্রহণ করেছেন। আপনার আবির্ভাবের এই দিনে আমি আপনার অনন্ত গুণাবলির কথা স্মরণ করি এবং প্রার্থনা করি যেন আমার প্রতি আপনার নির্দেশনাসমূহ বাস্তবায়িত করতে পারি।

এই ব্যাসপূজা মহোৎসবে আমি আপনাকে আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি।  শ্রীল  জয়পতাকা স্বামী গুরুমহারাজ আপনার জয় হোক!

আপনার দাস এবং পারমার্থিক সন্তান,

রাখাল দামোদর দাস

ইসকন, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।