Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2018

Īśvara Viśvambhara dāsa (Mayapur - India)

নমো ওঁ বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।

নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা দামোধায় নগর গ্রাম তারিণে ।।

হে আমার পরম আরাধ্য গুরুদেব, কৃপা পূর্বক আমার দণ্ডবৎ প্রণতি গ্রহণ করুন। আমি অত্যন্ত অধপতিত হওয়া সত্যেও আপনার কৃপা বারি থেকে আমাকে আপনি বঞ্জিত করেননি। সেই জন্য আমি অনন্ত কাল কৃতজ্ঞ আপনা কাছে। আমি যেন কখনোই আপনার শ্রীচরণের করুণা থেকে বঞ্চিত না হই। আপনার বিশেষ করুণার ফলেই আজ আমি সহ সারা পৃথিবীর অনেক জীবাত্মারা শ্রীল প্রভুপাদের এই মিশনে অংশ গ্রহণ করতে পেরেছি। সাধু সঙ্গে কৃষ্ণ নাম করার সুযোগ পেয়েছি। আপনি আমাকে আর্শিবাদ করবেন যাতে আমি নাম অপরাধ থেকে মুক্ত হতে পারি।

শ্রীল প্রভুপাদ আমাদের প্রতি করুণা পরবশ হয়ে আপনাকে পাঠিয়েছেন এই বাংলায়। তাই আজ আপনার বিশেষ করুণার ফলে সেবার অযোগ্য হওয়া সর্তেও আমি এখন সরসরি আপনার সেবা করার সুযোগ পেয়েছি জে.পি.এস আরকাইভস্‌ এর মাধ্যেমে। দেবামৃত নিতাই প্রভু এবং শ্যাম রসিক প্রভুর বিশেষ অনুপেরণায় আমরা চেষ্টা করছি আপনার শ্রীমুখপদ্ম বাক্য থেকে নেওয়া কিছু কোটর্স দিয়ে একটি ৩৬৫ দিনের ক্যালেন্ডার তৈরি করতে, আপনি দয়া করবেন যাতে করে আমরা আপনার এই বানীগুলি জগৎ জীবের কাছে পৌছে দিতে পারি।

গুরুমহারাজ আজকের এই শুভ ব্যাসপূজা তীথি দিবসে আমার বিশেষ নিবেদন এই যে, শ্রীল প্রভুপাদ বলেছিলেন আপনি হচ্ছেন গৌর-ধন-জন। তাই আপনার কাছে আমার এই নিবেদন :

মায়াপাশে বদ্ধ মোরে দেখিয়া পতিত জন।

করুণা করিয়া রাখিও চরণে গৌর-ধন-জন ।।

 

আপনার অযোগ্য সন্তান

ঈশ্বর বিশ্বম্ভর দাস