Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2018

Susmita Debnath (Sylhet - Bangladesh)

                  শ্রীহট্টতে তব আগমন 

 শ্রীহট্টে  কিছুকাল পূূর্বে হইয়াছিল তব আগমন,

সেই লীলার  অংশটুকু মুই করিব বর্ণন।

ভুলএুটি নিজগুণে করিও মার্জন,

তব চরণে অধমের এই  নিবেদন।।

শুনিয়াছিলাম গৌরভূমিতে হইবে আগমন  তোমার,

   তবুও মনে শঙকা যেন জাগে বারবার।

কেনইবা না জাগিবে, এই   শঙকা ?

ইত:পূর্বে অনেকবার শুনিয়াাছিলাম সেই বার্তা।। 

তবু হয়নি শ্রীহট্ট ভূমিতে তব আগমন ,

অপেক্ষায় রয়ে গেল এই ব্যাকুল  মন।

অবশেষে অগ্রহায়ণের শুভ এক  ক্ষণে

অবতরণ করিলে তুমি শ্র্রীহট্ট ভূমে।।

তব স্বাগতমে শ্রীহট্ট সাজে নানা রঙেগ

বহুল  ভক্তের সমাগম হয় তোমা সঙেগ।

শ্রীহট্টবাসীর মনে বয়ে যায় আনন্দের জোয়ার

নৃত্য গীত করে আর বাজায় খোল করতাল।।

দর্শন পাইয়া তব, হইয়াছে জীবন ধন্য,

এতো দিনে অভিলাষ আমাদের,হইল তবে পূর্ণ।

নিতাইকৃপাপ্রদাতা যখন দিলেন প্রবচন,

এ যেন অমৃতধারা, হচ্ছিল বর্ষণ।।

গৌরাঙ্গ,গৌরাঙ্গ উচ্চারিলে যখন দুবাহুতুলিয়া,

হরিধ্বনি,উলুধ্বনি দেয় সবে তাহা শুনিয়া।

প্লাবিত হচ্ছিল শ্রীহট্ট কৃষ্ণপ্রেম পাইয়া,

আনন্দের জোয়ারে সকলে যাচ্ছিল ভাসিয়া।।

প্রভুপাদ বাণী  যাঁহার  জীবন স্বরূপ,

পতিত উদ্ধারে তুমি ধরিয়াছ  গুরুরূপ।

অধম হইয়া আমি ,পড়ে আছি এক কোণে,

কবে পাইব তব কৃপা ক্ষুদ্র এই জীবনে?

কেমনে কাটিয়া আমি,উঠিব মায়ার ঘোর!

তোঁয়া প্রতি প্রীতি  কবে হইবে মোর?

প্রতিবছর শ্রীহট্টে  যেন আগমন হয় তোমার,

তব চরণে কৃষ্ণপ্রিয়া,এই মিনতি করে বারবার।।

                                         

আপনার অযোগ্য কন্যা

সুস্মিতা দেবনাথ(কৃষ্ণপ্রিয়া)