প্রাণপ্রিয় গুরুমহারাজ,
আপনার শ্রী চরণ কমলে অধমের প্রণতি গ্রহণ করুন। গুরুদেব আপনার অশেষ কৃপা যে আজ কৃষ্ণ নামের সন্ধান পেয়েছি৷ যদি এ পথ আপনি না দেখাতেন কতনা দূর্দশায় কাটত এ জীবন। যদি না আপনার দর্শনে এ জীবন ধন্য না করতেন তবে কতনা মূর্খখতায় কাটত এ জীবন। আপনার চরণ পেয়ে ধন্য এ জীবন। গুরুদেব যা দিয়েছেন তা নিয়েই সুখী থাকতে চাই। কখনো যেন অহংকারী না হয়ে যাই৷ কখনো অন্যকে যেন হিংসা না করি। নিজের ক্রোধকে যেন সংযত রাখতে পারি। আমি আমার এ জীবন আপনার সেবায় ভগবানের সেবায় নিয়োজিত করতে চাই৷ কৃপা করে আমার এ প্রার্থনা স্বীকার করুন৷ আমি আমার সমস্ত অপরাধ এর জন্য ক্ষমা ভিক্ষা চাই৷ হে আমার অন্তর্যামী গুরুদেব, আপনার কাছে কি চাইব, আপনার চরণে আত্মসমর্পণ করে গৌর নিতাইয়ের প্রেমের সাগরে ডুব দিয়ে এ জীবন ধন্য করে গোলকধামে আপনার কাছে ফিরতে চাই৷
আমার একমাত্র সত্যিকারের ভালবাসা, আমার পথের পথিক, আমার সুখ দুঃখের একমাত্র সাথী আপনি আমার প্রাণপ্রিয় গুরুমহারাজ।।
আপনার প্রিয় দাসী,
বর্ণালী সাহা(আকাংখিত)।
সিলেট, বাংলাদেশ ।।