Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Priyanka Basak (Habibpur - India)

শ্রী শ্রী গুরু গৌরাঙ্গৌ জয়তঃ

 

নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে,

শ্রীমতে জয়পতাকা স্বামীন ইতি নামিনে।

নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে,

গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে।

 

ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া,

চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ।

 

প্রিয় গুরুমহারাজ,

 

কৃপাপূর্বক আপনার শ্রীচরণে আমার সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি গ্রহণ করুন। কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রীল প্রভুপাদের জয় হোক! গুরুমহারাজ আপনার জয় হোক। আপনার ৭২তম ব্যাসপূজা মহোৎসব জয়যুক্ত হোক। হে গুরুদেব আপনার সাক্ষাৎ দর্শন লাভের সৌভাগ্য আমার সেভাবে হয়নি,আপনার অগাধ গুণ মহিমা আমি বরিষ্ঠ ভক্তবৃন্দের মুখ থেকেই শ্রবণ করেছি,আপনার গুণ মহিমা কীর্তন করার যোগ্যতাও আমার নেই। তবুও এই বিশেষ দিনে আপনার গুন মহিমা কীর্তনের স্বল্প প্রয়াস করছি শুধুমাত্র।

 

হে করুণাময় পিতা,

 

বরিষ্ঠ ভক্তবৃন্দের কাছ থেকে আপনার অগাধ গুন মহিমা শ্রবণকালে সকলের কাছ থেকে যে কথাটি বারংবার শ্রবণ করেছি তা হল আপনার শিষ্য/শিষ্যাদের সাথে আপনার সম্পর্ক শুধু গুরু শিষ্য সম্পর্কই নয়, তা হচ্ছে এক পারমার্থিক স্নেহময় পিতা ও তাঁর পারমার্থিক পুত্র কন্যার হৃদয়ের সম্পর্ক। আপনি যেভাবে শুধুমাত্র আপনার শিষ্যসমূহের নয় ইসকনের সকল ভক্তবৃন্দের যত্ন নেন,কৃষ্ণ প্রেম বিতরণে নিত্যানন্দ প্রভুর মত হিন্দু মুসলমান ভেদাভেদ করেন না, এই শত শত আপনার কার্যাবলী আমাকে মুগ্ধ ও অনুপ্রাণিত করে। ২০১৬ সালে দুর্ভাগ্যবশত আমি আমার জন্মদাতা পিতাকে হারাই,কিন্তু পরম করুণাময় ভগবান চৈত গুরু রূপে আমার হৃদয়ে থেকে অনুপ্রেরণা দিয়ে আপনার মত এত স্নেহময় গুরুকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, আপনি আমার প্রকৃত পিতা(আধ্যাত্মিক পিতা),

হে পরম করুণাময় পিতা আজকের এই শুভ দিনে আপনি আমাকে আশীর্বাদ করুন,আমি যেন আমার মনকে স্থির করে,আপনার প্রতি আমার যে সুগভীর ভালবাসা, তার প্রকাশ স্বরুপ শ্রীল প্রভুপাদের নির্দেশ পালনে আমার জীবনের অন্তিম দিন পর্যন্ত আপনাকে আমার কায় মন বাক্য দিয়ে সাহায্য করতে পারি।

অন্তিমে একটি লাইন আমার মনে আসছে,

"যাহার প্রসাদে পুষ্ট হইল শীর্ণ ভক্তিলতিকা

জনমে জনমে মোর গুরুদেব রহে যেন শ্রীল জয়পতাকা।"

 

আপনার অধম শিষ্যা,

প্রিয়াঙ্কা।(চরণ আশ্রিত শিষ্যা)