Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Anirbāṇa Guchāita (Kolkata - India)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।

শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।।

নমঃ আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে।

গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে ।।

হে পরম শ্রদ্ধেয়, পরমারাধ্য গুরুমহারাজ,  

  আমি এই কলিযুগের এক অধঃপতিত জীব। আজ আপনার দিব্য আবির্ভাব তিথির এই পুণ্যক্ষণে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা   এবং আমি আপনার শ্রীপাদপদ্মে শতকোটি দণ্ডবৎ প্রণতি নিবেদন করি।

 হে গুরুমহারাজ, আপনার মতো মহাত্মা, দিব্য পুরুষের গুণমহিমা  কীর্তন করার বিন্দুমাত্র যোগ্যতা আমার নেই। তবুও আপনার অহৈতুকী কৃপায় কিছু লেখার চেষ্টা করছি।  

হে গুরুদেব, আপনার অপ্রাকৃত গুণাবলি সাগরের ন্যায় অসীম, যাঁর পরিসীমা জানা সম্ভব নয়। আপনি কলিযুগের এই অধম, পতিত, বদ্ধ জীবদের উদ্ধার করার হেতু তাদের শুভচিন্তক তথা পরম আত্মীয় হয়ে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। আজ আপনার অসীম করুণার প্রভাবে ভগবদ-বিমুখ মানবসমাজ ক্রমশ ভগবদ-উন্মুখ হয়ে উঠছে । আপনি আমার মতো অধমকে আপনার শ্রীচরণকমলে আশ্রয় প্রদান করে আপনার ‘পতিত পাবন’ নামটি সার্থক করেছেন।   

হে গুরুমহারাজ, আপনি সমস্ত জীবের প্রতি পরম কৃপালু। আপনি করুনাসিন্ধু। শারীরিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও সমস্ত জীবের কল্যাণ হেতু, আপনি সমগ্র বিশ্বকে শুদ্ধ হরিনামের প্লাবনে প্লাবিত করে চলেছেন। শ্রীচৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎ বাণী করে বলেছিলেন-

"পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম।

সর্বত্র প্রচারিত হইবে মোর নাম।।"

আপনি শ্রীচৈতন্য মহাপ্রভুর এই ভবিষ্যৎ বাণীকে সার্থক করার উদ্দেশ্যে পৃথিবীর সমস্ত প্রান্তে, প্রত্যেক গৃহে শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা প্রচার করে চলেছেন।

গুরুদেব, আপনি নিজের চিন্তা না করে সবাইকে ভগবানের ভক্ত হিসেবে গড়ে তোলার জন্য দিবারাত্র অক্লান্ত পরিশ্রম করছেন।  এমনকি, বর্তমানে কোভিড-১৯ এর সংকটময় পরিস্থিতিতেও আপনি ডিজিটাল মিডিয়ার মাধ্যমে বিশ্বের প্রত্যেক স্থানে সকল ভক্তবৃন্দকে দর্শন  প্রদান করে তাদের উৎসাহ প্রদানের মাধ্যমে আপনার অসীম করুণা  বর্ষণ করে চলেছেন। আপনার এইরূপ দর্শন মাত্র সকল জীব পবিত্র হয়ে  যায়। এইভাবে আপনি সমগ্র বিশ্বকে জয় করে, শ্রীল প্রভুপাদের দেওয়া আপনার “জয়পতাকা” নামকে সার্থক করে চলেছেন।  

হে গুরুদেব, আমি আপনার শ্রীচরণে অনেক অনেক অপরাধ করেছি, সেইজন্য আমি আজ এই শুভদিনে আপনার নিকট ক্ষমা ভিক্ষা প্রার্থনা করছি। আজ এই শুভদিনে এই অধমের বিনীত প্রার্থনা, এই পতিতকে কৃষ্ণনাম করার যোগ্যতা প্রদান করুন এবং আপনার শ্রীপাদপদ্মের  চরণরেণুতে  কৃপা করে স্থান প্রদান করুন এবং জন্মে জন্মে আমি যেন  আপনার দাসের দাসানুদাস হয়ে গুরু গৌরাঙ্গের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।   

       পতিত পাবন শ্রীল গুরুমহারাজ কী জয় !

           শ্রীল প্রভুপাদ কী জয় !


ইতি,

আপনার সদা কৃপাদৃষ্টির ভিক্ষার্থী, অধম দাসানুদাস,

অনির্বাণ গুছাইত (চরণাশ্রিত)

হাওড়া, পশ্চিমবঙ্গ