Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Rasa-śekhara Mādhava dāsa (Mathurā Deśa - Middle East)

শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঁঃ
নমোওঁবিষ্ণুপাদায়কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে ।
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে ।।
নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে ।
গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিনে ।।


নমো ওঁ বিষ্ণু পাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।
শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে।।
নমস্তে সারস্বতে দেবে গৌরাবাণী প্রচারিনে।
নির্বিশেষে শূন্যবাদি প্রাশ্চাত্যদেশ তারিনে।।
জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদৈত্ব গদাধর শ্রীবাসাদি শ্রীগৌর ভক্ত বৃন্দ
হরেকৃষ্ণ হরেকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।

ওঁ অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া।
চক্ষুরুন্মিলিত যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ।।

হে আমার পরমপুজনীয় গুরুমহারাজ আপনার ৭২তম ব্যাসপুজা ও শুভ আর্বিভাব তিথিতে আপনার এই পুত্রের ক্ষুদ্র প্রয়াস । আজ যার কৃপায় আমার অজ্ঞান অন্ধকার হতে জ্ঞানলোকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণই যে আমাদের নিত্য প্রভু ও আমরা তার নিত্য সেব্য বা নিত্য সেবা করাই আমাদের পরম কর্তব্য এটি জানার সৌভাগ্য লাভ করেছি ।
তাই আপনার চরণ কমলে আমার সহস্রশ্রদ্ধা প্রণতি নিবেদন করি । গুরুমহারাজ যদি আপনি না হইতেন তবে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ আদি পুরুষ ও সর্ব কারণের পরম কারণ তা আমার মত বদ্ধ জীবের পক্ষে কোনদিনই জানা সম্ভব হত না ।গুরুমহারাজ আপনার অহৈতুকী কৃপা ব্যতীত আমার মতো বদ্ধ জীবের দুরতিক্রম্য ভব সমুদ্র পার হওয়া জন্য কোনো উপায় বা পথ নেই ।আপনি যদি এই ভব রোগের ঔষধ সেবন না করাতেন তাহলে আমার মতো পাপী ভব সমুদ্র নিমজ্জিত থাকতো । হে আমার পরমার্থিক পিতা আমার জীবন ধন্য আজ আপনার অশেষ করুনায় সিক্ত হয়ে । এবং আপনি আমার মতো পাপী পুত্রের ভার আপনি গ্রহণ করে এতো কষ্টের মাঝে ও আপনি সর্বদা সকল জীবের শুভ চিন্তায় আপনি আপনার কৃপা বর্ষন করেছেন । আপনার এতো কষ্টের মাঝে ও আমাদের চিন্তায় আপনি মগ্ন থাকেন আমাদের পারমার্থিক মঙ্গলের জন্য আপনি শ্রীকৃষ্ণের নিকট সর্বদা প্রার্থনা জানান এ আপনার এক বিশেষ আর্শিবাদ। তাই আপনার অশেষ করুনা ও কৃপার ফলে এই করোনা ভাইরাসের এই সংকটময় মুহূর্তে ও আমার এক দিব্য আনন্দ অনুভব করছি তাই আপনার চরণে আমার শত কোটি দন্ডবৎ প্রণাম জ্ঞাপন করছি ।

ইতি
সকল বৈষ্ণবের সেবক দাসানুদাস
আপনার পুত্র রাস শেখর মাধব দাস
ওমান সংকীর্তন দেশ সোহার
০০৯৬৮৯৮৩৩৮২৩৫