হরে কৃষ্ণ, শ্রীল গুরু মহারাজ, কৃপাপূর্বক আমার বিনীত প্রণাম গ্রহণ করুণ। আমি বিভাবরী বিথী, ঢাকা, বাংলাদেশ থেকে লিখছি।
প্রিয় গুরু মহারাজ,
আপনার অপার মহিমা। শ্রীল প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ করে আপনি প্রতিটি মুহূর্ত আপনার গুরুদেব; শ্রীল প্রভুপাদের সেবাকার্যে অতিবাহিত করছেন। আপনি এতো ধনী একটা পরিবার থেকে এসে কিভাবে প্রভুপাদের আদেশ পালনার্থে আপনার সর্বস্ব ত্যাগ করেছেন! খেটে খাওয়া মানুষের মত নিজ হাতে একটু একটু করে কতটা পরিশ্রম করে আপনি শ্রীমায়াপুর ধাম গড়ে তুলেছেন, এগুলো সবটাই মনে হলে খুব অবাক লাগে, যে এটি কিভাবে সম্ভব! আপনার কাছে প্রচারই সব। শারীরিক প্রতিবন্ধকতা আপনার কাছে কিছুই নয়! এর চেয়ে ভাল উদাহরণ আমাদের জন্য আর কি হতে পারে! আপনার প্রতিটা সেবা, প্রতিটা পদক্ষেপ, প্রতিটা পরিকল্পনা দেখে মনে হয় যেন উক্ত নির্দেশনা গুলো আপনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে প্রাপ্ত হয়েছেন। শ্রীল গুরু মহারাজ, আপনার এই অদম্য উৎসাহ, অদম্য সাহস, অদম্য ইচ্ছা, জড় জগতের কোন বাধাই তা দমিয়ে রাখতে পারে নি। যার প্রমাণ আপনি বার বার দিয়েছেন এবং দিচ্ছেন। আপনার অনেক কষ্ট হয় তা আপনি নিজ মুখে বলার পরও আমি নিজেকে শুধরাইনি গুরু মহারাজ। আমি অধম। আমি আপনার সন্তান হবার একেবারে অযোগ্য!
হে প্রিয় গুরু মহারাজ, আমার শিক্ষাগুরু শ্রীপাদ মিত্রগোপা কৃষ্ণ দাস প্রভু দেহ রাখার পর থেকে অনেকটা দিশেহারা হয়ে গিয়েছিলাম। কিন্তু আপনি অতই বেশি অন্তরযামী যে আমাকে, এই ক্ষুদ্র, নগণ্য,পাপিষ্ঠকে কৃপা করে আপনার অপ্রাকৃত সেবায় যুক্ত করেছেন। আপনি সর্বাত্মক সাহায্য করেছেন, আমাকে আশীর্বাদ করেছেন,পথ দেখিয়েছেন, যেন আমি শ্রীকৃষ্ণের চরণাশ্রয় লাভ করতে পারি।
গুরু মহারাজ,
আমাকে আপনার চরণচ্যুত করবেন না।আমি অনেক অধপতিত।আমাকে আপনার সেবা করার বিন্দু পরিমাণ সুযোগ দিন গুরু মহারাজ।আমি যেন আপনার দাসী হয়ে,আপনার কন্যা হয়ে থাকতে পারি এবং মায়ার দ্বারা প্রভাবিত না হই। আমি যেন আপনার কষ্টের কারণ না হই গুরু মহারাজ।এটিই আপনার কাছে আমার আকুল মিনতি শ্রীল গুরু মহারাজ।
~আপনার নগণ্য শিষ্যা
বিভাবরী বিথী।
আপনার চরণাশ্রিত ( ২০১৭, সিলেট)