জয় শ্রীল গুরুদেব,
নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে!
নমঃ আচার্য পাদায় নিতাইকৃপা প্রদায়িনে
গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিনে!!
হে পতিত পাবন গুরু মহারাজ আপনার জয় হোক ও আপনার এই শুভ আবির্ভাব তিথি ব্যাসপূজা মহংসবের জয়হোক!
আজকের এই শুভ দিনে আমি আপনাকে আপনার শ্রী চরণকমলে আমার অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম নিবেদন করি, আপনি কৃপাপূর্বক এই অধমের প্রণতি নিবেদন স্বীকার করুন,
হে গুরুদেব আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে
“ঈশ্বরের জন্মতিথি যেহেন পবিত্র,
বৈষ্ণবের সেই মতো তিথির চরিত্র,,
এই তিথিতে আপনি এই ধরাধামে এসে সমগ্র জীবের মঙ্গল সাধনে নিজের সম্পূর্ণ জীবন শ্রীলপ্রভুপাদ এর চরণে সমর্পণ করেছেন! শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর বাণী নগর ও গ্রামে সর্বত্র প্রচার করেছেন, নতুন নতুন উপায় অবলম্বন করে শ্রীচৈতন্যদেবের বাণী প্রচার করেছেন, আমার মত অধম জীবদের কে হরিনাম দান করে ভগবত ধামে ফিরে যাবার মত মহান সুযোগ প্রদান করেছেন,
শ্রীল প্রভুপাদের আদেশ সম্পূর্ণরূপে শিরোধার্য করে এই অসুস্থতার মধ্যেও মহাপ্রভুর বাণী প্রচার করে চলেছেন, আপনি স্বয়ং মহাপ্রভুর পার্ষদ হওয়া সত্ত্বেও সম্পূর্ণরূপে নিরহংকারী সম্পূর্ণ অভিমান শূন্য,
হে গুরুদেব আপনার গুণমহিমা অসীম, অনন্তদেব যেমন ভগবানের গুণমহিমা বর্ণনা করতে অক্ষম,তেমনি আমিও ক্ষুদ্র জীব হয়ে আপনার অসিম মহিমা বর্ণনা করতে অক্ষম,
হে গুরুদেব আজ এই শুভ তিথিতে আপনার শ্রীপাদপদ্মে আমি প্রার্থনা করি যে, যদি কখনো জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে আপনার শ্রী চরণ কমলে কোন অপরাধ হয়ে থাকে আপনি কৃপাপূর্বক নিজগুণে এই অধম শিষ্যকে ক্ষমা করুন ও শ্রীল প্রভুপাদের গ্রন্থ বিতরণ সেবায় সর্বদা আমাকে নিযুক্ত রাখুন,
যদিও এই কার্যকরার কোন যোগ্যতা আমার নাই, হে গুরুদেব আপনি করুণা করে আমাকে এই সেবা কার্য করার যোগ্যতা প্রদান করুন,
হে গুরুদেব পুনরায় আপনার শ্রী চরণ কমলে আমার অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম নিবেদন করি,
বিনীত ,আপনার অধমসন্তান
সুখময় বিশ্বম্ভর দাস
সংকীর্তন বিভাগ ,শ্রীধাম মায়াপুর