Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Sudevī Kṛpāmayī devī dāsī (Cooch Behar - India)

শ্রীল পতিত পাবন জয়পতাকা স্বামী  গুরুমহারাজের রাতুল চরণে আমার শতকোটি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি । গুরুমহারাজের শুভ আবির্ভাব তিথি এবং ব্যাসপুজা উপলক্ষে। 


ওঁ অজ্ঞান- তিমিরান্ধস্য জ্ঞানাজ্ঞন- শলাকয়া 
চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ।

*নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায়া ভূতলে 
শ্রীমতে জয়পতাকা স্বামী নিতি নামিনে।
নমো আচার্য পাদায় নিতাইকৃপা প্রদায়িনে 
গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিনে।

* গৌরাঙ্গের ও পরম প্রিয়, অতি শ্রেষ্ঠ জন।
আমার গুরুদেব আচার্য পাদ 
পতিত পাবন শ্রীল 
জয় পতাকা স্বামী গুরুমহারাজ। 

* জগৎ বাসির হিতাকাঙ্ক্ষী 
জয় পতাকা স্বামী তুমি। 
প্রভুপাদের আদেশ মেনে 
প্রচার করেন জগৎ জোরে 
মহাপ্রভুর কৃষ্ণ নামের দিব্যবানি।

* গৌর,ধন,জন,পরম দয়ালু তুমি 
শ্রীল পতিত পাবন জয় পতাকা স্বামী তুমি। 
কৃপা করে উদ্ধারিলে আমার মতো অধম সন্তানেরে। 

*জনম জনম এই অভাজন 
পায় যেন তোমার কৃপা বর্ষণ। 
পতিত পাবন এমন দয়াল তুমি 
আমার গুরুদেব আচার্য পাদ
জয় পতাকা স্বামী তুমি। 

* তুমি দয়াময় করুনা সাগর 
কৃষ্ণ কৃপা মূর্তি শ্রীল প্রভুপাদের 
        অতি প্রিয় জন,  
জগৎ জোরে কৃষ্ণ বানি। 
       প্রচার কর তুমি ।

গৌরাঙ্গের অতি প্রিয় 
     অতি শ্রেষ্ঠ জন ।
আমার গুরুদেব আচার্য পাদ
    পতিত পাবন শ্রীল 
জয় পতাকা স্বামী তুমি। 

জয় পতিত পাবন শ্রীল গুরুমহারাজের জয়। 

আপনার (শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের )কৃপা ধন্যা সন্তান 
সুদেবী কৃপাময়ী দেবী দাসি।

[কোচবিহার নামহট্ট;]
[পশ্চিম বঙ্গ];
[ভারত]