গুরুকৃপা প্রার্থনা
নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে ।
শ্রীমতে জয়পতাকা স্বামীনীতি নামিনে ।।
নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে ।
নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে ।।
পরম আরাধ্য গুরুদেব, আপনার ব্যাস পূজা উপলক্ষ্যে আপনার অসীম গুণ মহিমা কীর্তন করার নূন্যতম যোগ্যতা আমার নেই । আপনি অপার করুণাময় । আপনার কৃপাবারীতে আজ আমি মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনের ক্ষুদ্রতম অংশ হতে পেরেছি । আপনি আমার মতো ক্ষুদ্র অধঃপতিতকে আপনার শ্রীচরণতলে আশ্রয় দিয়ে আমাকে নব জীবন দান করেছেন । আপনি আমাকে আপনার সেবায় নিয়োজিত করে আমাকে যে সুযোগ প্রদান করেছেন তাতে আমি চিরকৃতজ্ঞ । আমি আমার মানব জীবন সার্থক বলে মনে করছি । আমি আপনার কাছে সবিনয় প্রার্থনা করছি আপনি আমাকে আপনার কৃপা আশীর্বাদ প্রদান করুন যাতে আমি সর্বত্র আপনার বাণী পৌঁছে দিতে পারি । আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার ও শ্রীল প্রভুপাদের সেবায় নিযুক্ত থাকতে অভিলাষী এবং যে সমস্ত মানুষ এখনও ভক্তি জীবন থেকে দূরে আছেন তাদের কাছে আপনার কৃপা ( গ্রন্থের মাধ্যমে ) পৌঁছে দেওয়ার সর্বাত্মক মনোবাসনা পূষণ করছি । আপনি আমাকে আপনার করুণা ও কৃপা প্রদান করুন যাতে আমি আপনাকে সন্তুষ্ট করতে পারি আমার সেবার দ্বারা ।
আপনার কৃপা পার্থী
প্রতাপরুদ্র প্রাণ দাস
শ্রীধাম মায়াপুর
জে পি এস পাবলিকেশনস্