অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া
চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।।
নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামী নিতি নামিনে ।
নমো আচার্যপাদায় নিতাইকৃপাপ্রদায়িনে
গৌর কথা ধামধায় নগরগ্ৰাম তারিণে ।।
গুরু মহারাজ আপনি আপনার সশ্রদ্ধ দন্ডবৎ প্রণতি গ্রহণ করুন।
আপনাকে গুরুরুপে পেয়ে এই অধম এর জীবন ধন্য। কোটি কোটি জন্ম সুকৃতি র ফলে আমার এই সৌভাগ্য হয়েছে। মহাপ্রভুর সেনাপতি ভক্ত শ্রীল প্রভুপাদ বিশ্ব জুড়ে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করেছেন তাঁর গুরুদেব এর নির্দেশ অনুসারে। একই ভাবে আপনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন শ্রীল প্রভুপাদ এর নির্দেশ গুলিকে পুঙ্খানুপঙ্খভাবে পালন করার জন্য। শারীরিক অসুস্থতা থাকা সত্বেও আপনি নজিরবিহীন প্রচার করে চলেছেন, প্রভুপাদ এর গ্রন্থ বিতরণ করে চলেছেন এবং মায়াপুর ধাম এর উন্নয়ন করে চলেছেন। আপনার গুরু নিষ্ঠা এবং ভগবত ভক্তি তে দৃঢ় সংকল্প আমাকে অনেক অনুপ্রাণিত করেছে এবং জীবনের প্রতি পদক্ষেপ এ সমস্যাগুলোকে জয় করতে আপনার বাণী সর্বদায় আমাকে সাহায্য করেছে।
আজ আপনার ৭২ তম আবির্ভাব তিথিতে আমি আপনার নিকট এই প্রার্থনা করি যাতে আমি জন্ম জন্মান্তর ধরে আপনার নির্দেশাবলী অনুসরণ করতে পারি এবং ভগবান এর সেবায় নিযুক্ত থাকতে পারি।
আমি রাধা মাধব, পঞ্চতত্ব, নৃসিংহ দেব ভগবান এর কাছে আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি, যাতে আপনি আরো বেশি সংখ্যক জীবকে কৃষ্ণ ভক্তির মার্গে নিয়ে এসে তাদের উপর আপনার কৃপা বর্ষন করতে পারেন।
আপনার অযোগ্য সন্তান,
হরিপ্রান সুদামা দাস