নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামী নিতি নামিনে ।
নমো আচার্যপাদায় নিতাইকৃপাপ্রদায়িনে
গৌর কথা ধামধায় নগরগ্ৰাম তারিণে ।।
হে গুরু মহারাজ আপনার চরণে কোটি কোটি প্রনাম। আমি আপনার এক অযোগ্য পতিত সন্তান যার আপনার চরণে প্রণতি নিবেদন করার ও যোগ্যতা নেই।
কৃপা করে আপনার অপার করুণাময় চরণ যুগলে আমায় ঠাঁই দিন।
শ্রী শ্রী চৈতন্যমহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভুর অপার করুণায়,অশেষ কৃপায় গুরু পরম্পরার ধারায় আমাদের মতো পতিত অধম জীবেরা শ্রীল প্রভুপাদকে জগৎ গুরু হিসেবে পেয়েছে। শ্রীল প্রভুপাদ শ্রীচৈতন্য মহাপ্রভুর সেই করুনার এক বিশাল আশ্রয়স্থল।
হে গুরুদেব শ্রীল প্রভুপাদ এর সেই কৃপা গৃহের এক বিশাল রক্ষক আপনি।
হাজার প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও শ্রীল প্রভুপাদের সেই কৃষ্ণভাবনামৃত প্রচারের বিশাল সেনাবাহিনীকে আপনি উত্তরোত্তর এগিয়ে নিয়ে যাচ্ছেন। জড় জাগতিক প্রতিবন্ধকতা যে কিছুই নয় এবং তা যে অতি নগন্য তা আপনার থেকে পাওয়া আমার জীবনে এক বিশাল শিক্ষা। হে গুরুদেব বারংবার আপনার চরণ যুগলে ঠাঁই,আপনার অপার করুণা আর কিছু বিন্দু আমি প্রার্থনা করি।এই জড় জগতের অন্ধকারে পড়ে থাকা এই জীব আপনার কৃপা ভিন্ন উদ্ধার কিভাবে পেতে পারে।
এইরূপ করণা মহামারীতেও আপনি প্রবলভাবে কৃষ্ণভাবনামৃত প্রচার চালিয়ে গেছেন এবং শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্বেও কৃষ্ণভাবনামৃতের অমৃত আপনি অক্ষুন্ন অবিরাম ভাবে বিলিয়ে দিয়ে গেছেন। আপনার জীবন ইতিহাস আমার জীবনে কৃষ্ণভাবনামৃতের প্রচার এবং ভগবানের অপ্রাকৃত সেবায় প্রবল অনুপ্রেরণা আর ইন্ধন যোগায়।
হে গুরু মহারাজ আপনার 72 তম আবির্ভাব তিথিতে ভগবানের কাছে আপনার সুস্বাস্থ্য কামনা করি।
আপনার চরণ যুগলে কোটি কোটি প্রণাম।
ইতি ,আপনার অযোগ্য সন্তান
অমৃতা গঙ্গোপাধ্যায়
বিষ্ণুপুর ,বাঁকুড়া ,পশ্চিমবঙ্গ৷