Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2022

Subāla Kanāi dāsa (Perth - Australia)

গুরুদেব

নদিয়া নগরে গৌর বন মাঝে

ক্ষনেক আশ্রয় লয়ে।

ধামবাসী গনে দুর দেশী জনে

মাতাও গৌর-প্রেম জলে।।১

তব ধাম আশ্রয় কবু নাহি হয়

নির্জন ভজন লাগি।

গোষ্ঠানন্দি হয়ে চৈতন্য লীলায়

সবারে করাও ভাগী।।২

অনুগ্রহ করি গৌর-ধাম গুণ

শিখাও অসহায় জীবে।

কি-রূপে আশ্রয গুরু গৌরে করি

ধামের সান্নিধ্বে রবে।।৩

অমি অকিঞ্চন দুরমতি মন

কভু কি হবে জীবনে।

ধামবাসী জানে আশ্রয় করিয়া

রাহিবো শ্রী-গৌর বনে।।৪

এই শুভ দিনে দুই কর জুরি

সুবল মিনতি করে।

অনুগ্রহ করি পদ ছায়া দিয়া

রাখহ শ্রী-গৌর চড়ণে।।৫

পাপি দুরাচারি মিথ্যা অহংকারি

গুরু গৌরে নহে মতি।

দিয়া গৌর বনে আশ্রয় এ পামরে

করাও অধমে গতি।।৬

আপনার অধম সন্তান

সুবাল কানাই দাস

পার্থ অস্ট্রেলিয়া