শ্রী শ্রী গুরুগৌরাঙ্গ জয়তুঃ
নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।।
নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে।
গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে।।
(জগদগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, পতীতপাবন শ্রীল গুরুমহারাজ কি জয়)
প্রিয় গুরুমহারাজ,
আপনার শ্রীচরনকমলে সশ্রদ্ধ অনন্ত কোটি দন্ডবৎ প্রনাম জানাই। আমরা আপনার দীক্ষিত শিষ্য-শিষ্যা, ব্রজেশ গোবিন্দ দাস ও মুক্তিদাত্রী রাধিকা দেবী দাসী ।গুরুমহারাজ আপনার ৭৩ তম ব্যাস পূজাতে ভগবান শ্রী শ্রী নৃসিংহ দেবের কাছে আমাদের বিশেষ প্রার্থনা উনি যেন আপনার শরীর স্বাস্থ্য ভাল রাখেন যাহাতে আপনি অধিক হারে মহাপ্রভুর বাণী প্রচার করতে পারেন এবং অধঃপতিত জীবদের উদ্ধার করতে পারেন । আপনি অনেক অনেক দয়ালু ও করুনার সাগর । আপনি শ্রীল প্রভুপাদ, রাধা-মাধব এবং গৌর-নিতাই কে সন্তুষ্ট করার জন্য একটি মুহূর্ত ও কৃষ্ণভাবনাময় ছাড়া থাকেন না । আপনি কৃপা করে আমাদেরকে আপনার শ্রীচরনে আশ্রয় দিয়েছেন তাই আমরা আপনার নিকট চির কৃতজ্ঞ। গুরুমহারাজ আপনার কাছে বিনীত প্রার্থ্না,আমাদের সকল অপরাধ ক্ষমা করে আশির্বাদ করবেন যেন সর্বদা আপনার নির্দেশ পালন করতে পারি এবং আপনার ও শ্রীল প্রভুপাদের সেবায় নিয়োজিত থাকতে
পারি।
গুরু মহারাজ কিছুদিন পূর্বে একই সাথে স্বপ্নে আমরা দুজনে আপনার শ্রীচরণপদ্ম দর্শন করেছি, আমি দণ্ডবদ প্রণাম করেছি আর মুক্তিদাত্রীকে আপনি স্বইচ্ছায় আপনার চরণকমল ওর কপালে ঠেকিয়েছেন I এই স্বপ্ন দেখার পরে আমরা খুব আনন্দে আছি I কৃপা করবেন আমি যেন বিভিন্ন কৃষ্ণভাবনাময় অনুষ্টানে নির্ভুলভাবে প্রবচন প্রদান করতে পারি এবং আমরা যেন সবাই মিলে
দিব্য আনন্দে হরিনাম করতে পারি I
বিনীত নিবেদক
আপনার অযোগ্য শিষ্য-শিষ্যা
ব্রজেশ গোবিন্দ দাস ও মুক্তিদাত্রী রাধিকা দেবী দাসী
আপনার নাতী-নাতনী
বারসানা আচার্য্য, মিথিলা আচার্য্য
কৃষ্ণ আচার্য্য এবং লক্ষ্মীপতি আচার্য্য