Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2022

Āhlādinī Rāi devī dāsī (Asansol - India)

নম ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামীন ইতি নামিনে

নম আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামধায় নগরগ্রাম তারিনে।

নম ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীন ইতি নামিনে

নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিনে।

হে আমার প্রাণপ্রিয় গুরু মহারাজ,

কৃপাপূর্বক আপনার রাতুল চরণে আমার সশ্রদ্ধ বিনম্র প্রণাম গ্রহণ করুন। এই যে আসন্ন কামদা একাদশী তিথিতে আপনার শুভ ৭৩তম আবির্ভাব তিথি জয়যুক্ত হোক। প্রতিটি শিষ্যের জন্য এই দিনটি একটা মহিমান্বিত এবং শ্রী গুরুদেবের গুরু মহিমা কীর্তন করার বিশেষ দিন। এই শুভ দিনে আপনার মত মহান বৈষ্ণব যিনি প্রতি সেকেন্ডে শ্রীল প্রভুপাদের আদেশ এবং মহাপ্রভুর বাণী প্রতি নগরে, গ্রামে গ্রামে প্রচার করে চলেছেন তাঁর গুনানু কীর্তন করার যোগ্যতা আমার মত একজন অধমের নেই। আপনার গুনমহিমা এতটাই যার সীমারেখা আমি করতে পারবোনা ।

হে গুরু মহারাজ,

আপনি এতই করুণাময় যে আপনি কখনো কাউকে প্রত্যাখ্যান করেন না। এর প্রত্যক্ষ উদাহরণ আমি নিজেই। আমার মতো এতো ভারী বোঝাকে আপনি হাসিমুখে বলে চলেছেন।

হে প্রভুপাদের সেনাপতি ভক্ত,

আমি প্রতি বৃহস্পতিবারে যখন বরিষ্ঠ ভক্তদের শ্রীমুখ থেকে আপনার গুনমহিমা শ্রবণ করি তখন আমি অনুভব করতে পারি যে আপনি যদি আমাকে অন্ধকার থেকে তুলে এনে প্রকৃত আলোর পথে না নিয়ে আসতেন, গুরু পরম্পরা ধারায় শ্রীকৃষ্ণের সাথে যুক্ত না করতেন তাহলে আমি কোথায় পড়ে থাকতাম। আপনি আমাকে সব সময় মায়ার কবল থেকে বের করে কৃষ্ণের সেবায় যুক্ত করেছেন।

হে পতিত পাবন গুরুদেব,

প্রতিদিন সন্ধ্যে বেলায় চৈতন্য মহাপ্রভুর মধুর লীলা কথা,তাঁর মনোভাব, পূর্ব আচার্যদের মনোভাব এত সরল করে বুঝিয়ে না দিলে আমি হয়তো কখনো বুঝতেই পারতাম না যে আমার জীবনের প্রকৃত উদ্দেশ্য টা কি,কিভাবে আমি প্রকৃত আনন্দ উপলব্ধি করতে পারব। আমি প্রতিদিন এই মধুর লীলা কথা শ্রবণ করার জন্য উদগ্রীব থাকি, আর এই চৈতন্যলীলা ক্লাস শোনার পর আমি পারমার্থিক যে আনন্দ অনুভব করতে পারি যা আমাকে শ্রীল প্রভুপাদের গ্রন্থ প্রচার করতে অনেক সাহায্য করে।

হে প্রাণনাথ গুরুদেব,

আমি এতই অধম আমার কোন যোগ্যতা নেই আপনার সেবা করার। আপনি এত কৃপাময় যে আমার মতো এক অযোগ্য হীন মেয়েকে আপনার সেবায় নিযুক্ত করেছেন যা আমাকে সবসময় কৃষ্ণভাবনাময় হতে সাহায্য করে।

এই শুভ আবির্ভাব তিথিতে আমি আপনার শ্রীচরণ কমলে প্রার্থনা করি আপনার শ্রী চরণ কমলের আশ্রয় এবং দিব্য সেবা থেকে আমাকে কখনো বঞ্চিত করবেন না। আমি যেন আপনাকে শ্রীল প্রভুপাদের প্রচারকার্যে সেবা মনোভাব নিয়ে কোনোরকম লাভ, পূজা ও প্রতিষ্ঠাশা ছাড়া সাহায্য করতে পারি । গুরু মহারাজ এই শুভ তিথিতে আমি আপনার চরণে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করি আমার সমস্ত অপরাধের জন্য যা আমি আপনার চরণ কমলে করে ফেলেছি জ্ঞাত এবং অজ্ঞাতসারে।

আপনার অধম পতিত পারমার্থিক কন্যা,

আহ্লাদিনী রাই দেবী দাসী (দীক্ষা)

আসানসোল, পশ্চিম বঙ্গ