অগ্রে প্রণতি জ্ঞাপন করি গুরুপদে ।
ভূলন্ঠিত দন্ডবৎ করি এই অনুক্ষণে ।।
অধম পতিত আমি ওহে গুরুদেব ।
দন্তে তৃণ করি দাঁড়ায় এই মনোবেশ ।।
শুভ দিনে শুভ ক্ষণে হইলে আর্বিভাব ।
উদ্ধার করিতে কোটি জীবেরে সব ।।
নিত্যানন্দ প্রিয় পাত্র অতি মনোহর ।
গৌরপ্রেম প্রচারে সর্ব অগ্রসর ।।
নামহট্ট, ভক্তিবৃক্ষ সকল প্রচারের ধারা ।
সুপ্রতিষ্ঠিত হইল সব আপনার দ্বারা ।।
পূর্বতন আচার্যের অভিলাষ করিতে পূরণ ।
সর্বক্ষণ প্রচার করছেন হে মহাজন ।।
নিত্যানন্দের অভিলাষ করিতে প্রকাশ ্।
‘অদ্ভূত মন্দির’ আজ হইছে বিকাশ ।।
গৌর মন্ডলের যত বৈষ্ণব ধাম ।