Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2022

Rāmānanda Jīvanagaura dāsa (London - East - United Kingdom)

৭৩ তম ব্যাস পূজা

শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ

হে পারমার্থিক পিতা,

আজ আপনার ৭৩তম ব্যাস পূজা উপলক্ষে আমাদের ভক্তিপূর্ণ শ্রদ্ধার্ঘ নিবেদন গ্রহণ করুন।এই বিশেষ দিনে আপনার শ্রী চরণে আপনার অধম সন্তানদের ভক্তি পূর্ণ লক্ষকোটি প্রণাম গ্রহণ করুন।

নমঃ ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামী ইতি নামিনে
নমঃ আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে
গৌর কথা ধাম দায় নগর গ্রাম তারিনে

হে পরমারাধ্য পিতা আপনার শুভ আবির্ভাব তিথি জয়যুক্ত হোক, পৃথিবীর সর্বত্র সেই জয় ধ্বনিত হোক।

হে পতিত পাবন আপনি আপনার পরম আরাধ্য গুরুদেব ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্ঠত্তর শত এ. সি. ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের মনোবিলাস পূরণের জন্য এবং মহাপ্রভুর বাণী পৃথিবীর সর্বত্র প্রচারের জন্য নিরলস ভাবে ভগবানের বাণী প্রচার করে যাচ্ছেন। অনেক অসম্ভবকে আপনার অকৃত্রিম ভালবাসা দিয়ে আপনি সম্ভব করেছেন। পৃথিবীর সর্বত্র আপনার গুণ-গানে মুখরিত হচ্ছে।

আমাদের পরম ভাগ্য যে, আমরা আপনার শ্রী-চরণে স্থান পেয়েছি। ইহা আপনার অহৈতুকী কৃপার বহিঃপ্রকাশ। আপনি অনেক কৃপালু তাই এই জগতের হতভাগ্য জীবদের উদ্দারের জন্য আপনার আবির্ভাব। দুঃখ ও জর্জরিত মানব জাতির জন্য আশীর্বাদ স্বরূপ।

আপনি আপনার গুরু মহারাজের কাছ থেকে যে নিৰ্দেশনা বা শিক্ষা পেয়েছেন তা আমাদের মাঝে উদার ভাবে বিলিয়ে দিচ্ছেন।

হে গুরুমহারাজ আপনার শারীরিক প্রতিবন্দকতা থাকা সত্বেও আপনি দুঃখ ক্লিষ্ট জীবদের উদ্দারের জন্য নিরলস ভাবে প্রচার কার্য্য চালিয়ে যাচ্ছেন। হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেও আপনার প্রচার থেমে থাকেনি। শিক্ষা দিয়েছেন যে আপনি দেহ নন আপনি হচ্ছেন আত্মা।

অনেক দিন পূর্বের কথা মনে হলো, আমি একবার মায়াপুরে গিয়েছিলাম এবং আমাদের সঙ্গে আমার মা সহ অন্যরাও ছিলেন। তখন আপনি মায়াপুরে ছিলেন না। তখন অন্যান্য ভক্তবৃন্দরা বলাবলি করছিলো - শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ যখন মায়াপুরে অনুপস্তিত থাকেন তখন সবকিছু নিরানন্দ মনে হয়। কিছুদিন আগে এক মহারাজ তার প্রবচনে বলেছেন-

শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ

যখন মায়াপুরে থাকেন তখন স্বর্গের দেব-দেবীরা তার সাথে দেখা করতে আসে।

হে পরম পিতা আপনার অসীম মহিমা কীর্তন করার কোনো যোগ্যতাই আমাদের নেই। এই শুভ তিথিতে, আপনি আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন আপনার বাণী সেবা শুদ্ধভাবে পালন করতে পারি এবং পরিমার্থিক সন্তান হিসেবে আপনার সন্মান এবং ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে পারি।

আপনার পরিমার্থিক সন্তান

রামানন্দ জীবনগৌরা দাস

নন্দিতা বিষ্ণুপ্রিয়া দেবী দাসী