Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2022

Ratnajit Vanik (রত্নজিৎ বনিক) (Baikhora-Tripura - India)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয় পতাকা স্বামী নিতি নামিনে।।
নমঃ আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে৷
গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিনে।

হে আমার প্রিয় পরমারাধ্য গুরুদেব, আজ আপনার ৭৩তম শুভ আবির্ভাব তিথি ব্যাস পূজা মহা মহোৎসব উপলক্ষে আপনার শ্রীচরণ যুগলে জানাই অনন্তকোটি দন্ডপত প্রনাম।আপনি কৃপাপূর্বক তা গ্রহণ করুণ।

আপনার গুণ মহিমা কীর্তন করার যোগ্যতা আমার নাই। আপনার এই শুভ আবির্ভাব তিথিতে মেতে উঠেছে সারা বিশ্বময়।২০০৭ এ যখন আপনি ত্রিপুরায় আসবেন শুনেছি আমার মনে খুব আনন্দ লেগেছিল। মন্দিরের পূজারী, আমি, আমার শিক্ষা গুরু করুণেশ্বর মাধব দাস প্রভু সহ ধনীসাগরে পদ্ম ফুল পেরেছিলাম আপনার জন্য।দ্বাদশীর দিন মন্দিরে আপনি আসবেন, আপনাকে দেখার জন্য আমার মন পাগল হয়ে রয়েছে। আমার কাছে কিছু ছিলনা যে আপনাকে প্রনাম করে দেওয়ার মতো।মন্দিরে একজন এসে আমাকে বেল পাতা পেড়ে দেবার কথা বলেছিল তা দেওয়াতে ২ টাকা দিয়েছিল আমি নিতে চাইনি জোড় করে দিয়েছিল, আপনাকে প্রনাম করে সে দক্ষিনা দিতে পেরেছি,আমার মনে খুব আনন্দ লেগেছিল, চরন সেবার সু্যোগ পেয়েছিলাম। কিন্তু আমার মা কান্না করছিল দেখে সিনিয়াররা বারণ করেছে আমাকে। আমি সেই দিন আপনার সন্তান হতে পারিনি ঠিক মনে প্রানে আপনাকে পারমার্থিক পিতা বলে জেনেছি। আপনি আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন কৃষ্ণ কৃপা করলে আমার সন্তান হবে কান্না করো না।জানি না কবে আমাকে নিজ গুণে কৃপা করে আপনার সন্তান করবেন।

ব্রক্ষ্মান্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব
গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ।

হে গুরু মহারাজ আমার ব্যক্তিগত কোন যোগ্যতা নেই। পারমার্থিক জীবনে যা কিছু লাভ করেছি তা শুধু আপনার কৃপার ফল। আমার প্রার্থনা আপনি ভালো থাকুন,সুস্থ থাকুন এই আশা করি। আপনার কৃপাই আমার একমাত্র সম্বল। আমি যেন আপনার নির্দেশ গুলি যথাযথ ভাবে পালন করতে পারি।কৃষ্ণভক্তির পথে এগিয়ে যেতে পারি।শত বাধা সত্ত্বেও আমি যেন আপনার শ্রীচরণ থেকে বঞ্চিত না হই। কৃপা করে আপনার এই চরণশ্রিত সন্তান কে কখনো বঞ্চিত করবেন না।

ইতি,

আপনার অধম সন্তান

রত্নজিৎ বনিক
শ্রীশ্রী জগন্নাথ জিউ মন্দির বাইখোড়া (ইসকন)
দক্ষিন, ত্রিপুরা

Ratnajit Vanik (sheltered disciple)