Vyāsa-pūjā 2022
হে পরমআরাধ্য গুরুমহারাজ,
আপনার শ্রীচরণকমলে এই দূরাচারী,নিকৃষ্ট আত্মার অনন্তকোটি সশ্রদ্ধ প্রণাম। করুণাপূর্বক আপনি তা গ্রহণ করুন গুরুমহারাজ।শ্রীল প্রভুপাদের জয় হোক।জয় হোক আপনার।জয় হোক আপনার ৭৩ তম শুভ আবির্ভাব তিথির।
হে পতিতপাবন গুরুমহারাজ,
আপনার শ্রীচরণকমলে কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কোন ভাষা আমার জানা নেই। এই অধঃপতিত,পাপিষ্ঠা,অতি নিকৃষ্ট আত্মাটির কোন যোগ্যতা ছিল না আপনাকে নিত্য পিতা হিসাবে পাবার।কেবল আপনি অহৈতুকী করুণা প্রদান করেন বলে আমাকে আপনার কন্যারূপে গ্রহণ করেছেন।গুরুমহারাজ,আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ।
হে নিতাইকৃপা প্রদানকারী পিতা,
বার বার আপনার শ্রীচরণকমলে আমি অপরাধ করেই যাই।আপনি করুণাময় বলে বার বার আপনার এই অধঃপতিত,অপরাধী কন্যাটিকে ক্ষমা করে ভক্তিজীবনে টিকে থাকার বল প্রদান করেন। কেবল আপনার করুণাবলই আমাকে এখন পর্যন্ত ভক্তিজীবনে টিকিয়ে রেখেছে।আপনার করুনাবলই আমার সম্বল। আপনার করুণা ছাড়া প্রতি মুহূর্তে আমি অত্যন্ত অসহায়,।আপনার করুণা ছাড়া এক মুহুর্তেই আমি ধ্বংস হয়ে যাব গুরুমহারাজ।আপনার করুণা ছাড়া আমার জীবন সম্পূর্ণ অন্ধকার।
হে স্নেহময় পিতা,
আপনার স্নেহ,করুণার কোন তুলনা হয় না। এই জড়জগতে যদি কেউ আপন বলে থাকে তা আপনি।আজকে যদি আমি অত্যন্ত নিকৃষ্ট অবস্থায় অধঃপতিত হয়ে যাই, জড় জগতের সবাই আমাকে ঘৃণা করবে,আমার সঙ্গ হয়ত ত্যাগ করবে। কিন্তু আপনি এই একমাত্র যিনি আমার জন্য কষ্ট পাবেন,প্রতি মুহুর্তে সাহায্য করবেন, কৃষ্ণকে আমার জীবনে দিতে চাইবেন।আপনার অহৈতুকী করুণার কোন তুলনা হয় না গুরুদেব। করুণাপূর্বক আপনার এই অহৈতুকী করুণা থেকে আমাকে কখনো বঞ্চিত করবেন না গুরুমহারাজ।
হে শ্রীলপ্রভুপাদগতপ্রাণ,
শ্রীল প্রভুপাদ আপনার জীবনস্বরূপ।শ্রীল প্রভুপাদের প্রতিটি আদেশ আপনার জীবন।আপনি এই শরীরে এখন পর্যন্ত জড়জগতে অবস্থান করছেন কেবল শ্রীল প্রভুপাদের সেবার জন্য। গুরুমহারাজ, আমাকে করুণা আশীর্বাদ প্রদান করুন আমি যেন আপনাকে ভালবাসতে পারি। আপনার শ্রীচরণকমল দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে পারি। আপনার প্রতিটি আদেশ পালনে দৃঢ় হতে পারি।আমার সব অপরাধ করুনাপূর্বক ক্ষমা করে আমাকে ভক্তি বল প্রদান করুণ গুরুদেব।
হে পরম করুণাময় গুরুদেব,
আমাকে করুণা আশীর্বাদ প্রদান করুন গুরুমহারাজ যেন দীক্ষার সময় আপনাকে করা প্রতিজ্ঞাগুলো দৃঢ়ভাবে পালন করতে পারি। আমাকে কৃষ্ণভাবনামৃত প্রদান করুন হে গুরুদেব। আপনার শ্রীচরণকমলে অনন্তকোটি সশ্রদ্ধ প্রণাম।
ইতি,
আপনার অতি নিকৃষ্ট পারমার্থিক কন্যা,
রত্নমালিনী চিত্রা দেবী দাসী(দীক্ষা)
দিনাজপুর, বাংলাদেশ।