mukam karoti vachalam
pangum langhayate girim
yat-kripa tam aham vande
sri-gurum dina-taranam
প্রিয় গুরুদেব
আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন ,
শ্রীল প্রভুপাদ এর জয় হোক ,
গুরুদেব সবার প্রথমে ধন্যবাদ আমার মত অযোগ্য সন্তানকে আধ্যাত্মিক কন্যা এবং শিষ্যা হিসেবে গ্রহণ করার জন্য। আমার কোনো যোগ্যতাই নেই গুরুদেব আপনার গুণমহিমা কীর্তন করার। আপনি যে পতিতপাবন দয়ার সাগর সেটা শুধুমাত্র আমি আমার নিজেকে দিয়ে বুঝতে পেরেছি।
গুরুদেব 2021 সালের 24 শে জুলাই দিনটি আমার জন্য খুবই অবিস্মরনীয়।কারণ এই দিনটিতে আমার হরিনাম দীক্ষা হয়েছে। আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি আপনার শিষ্যা হতে পেরে , যদিও আমি অত্যন্ত অযোগ্য নগণ্য শিষ্যা , কিন্তু আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি।
গুরুদেব আপনি আমাকে অনেক কৃপা করেছেন । গত বছরে ৩০জুলাই আপনার E-care অফিস এ আমি join করেছি । বর্তমানে আমি E-care অফিসে আপনার কৃপাতে সেবা করছি।এই সেবা করতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে কররি ।গুরুদেব আমার সবসময় আপনার কোনো সেবা করার খুব ইচ্ছে ছিল। গুরুদেব যথাসাধ্য চেষ্টা করছি সবাইকে সাহায্য করার এবং কিভাবে আরো ভালো করে সেবা করতে পারি তার চেষ্টা করছি , গুরুদেব আমার কোন যোগ্যতা নেই শুধুমাত্র এটা সম্ভব হয়েছে আপনার কৃপাতে।
গুরুদেব আমার জীবনে আমি আজ পর্যন্ত যা কিছু করেছি শুধু মাত্র আপনার কৃপাতে।গুরুদেব আমি সব সময় মনে করি আপনি আমার সাথে আছেন ।আমি নিজেকে কখনও একা মনে করিনা । যখনই আমার সাথে কিছু খারাপ হয় আমি সব সময় আপনকে স্মরণ করি,এবং আমি এটার প্রমান ও পেয়েছি আপনি আমাকে সবসময় রক্ষা করেছেন।
গুরুদেব আপনার গুন মহিমা যত করবো ততই কম । গুরুদেব আমি যাতে সারাটা জীবন এভাবে আপনার সেবা করে যেতে পারি আমাকে আপনি কৃপা করবেন ,আশীর্বাদ করবেন যাতে আমি সবসময় গুরু গোরাঙ্গের সেবা করতে পারি।
আপনার অযোগ্য সন্তান
শ্রুতিরুপা রাধা দেবী দাসী ( দীক্ষা)
Māyāpur, India