নামো ওঁ বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠয় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি না মিনে।।
নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে
গৌরকথা ধামাদায় নাগর গ্রাম তারিনে ।।
হে আমার পরমারাধ্য গুরুমহারাজ আপনার শ্রীচরনে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ন দন্ডবৎ প্রণাম গ্রহণ করুন । হে গুরুদেব আপনার অসীম গুণাবলী বর্ণনা করার কোনো যোগ্যতা আমার নেই। আপনি সব রকম শারীরিক অসুবিধা সত্বেও সকলকে ভক্তিতে যুক্ত থাকতে এবং যুক্ত করতে উৎসাহ দিচ্ছেন। আপনার কৃপায় আমি প্রভুপাদের গ্রন্থ সমূহ পড়তে চেষ্টা করছি এবং ভক্তি বৈভব কোর্স করছি। হে গুরুদেব দীক্ষার মালা দেওয়ার সময় আপনি আমাকে বলেছিলেন বেশি করে জপ করতে । কিন্তু আমি এত অধম যে আপনার আদেশ পালন করতে পারছি না। চারটি নিয়ম পালন করতে ও অসমর্থ হচ্ছি । গুরুদেব আপনার কৃপা ছাড়া আমার কোনো শক্তি নেই ভক্তিতে অগ্রসর হওয়ার । আমি আপনার অহৈতুকি কৃপা আশীর্বাদ প্রাথনা করছি। যাতে আপনার আদেশ পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করতে পারি। এবং এই জীবনে আপনার এবং প্রভু পদের সেবা করে যেতে পারি। হরে কৃষ্ণ ।
আপনার অধম শিষ্য
হরিনাম গোপাল দাস
দিল্লী ভারত