Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2018

Shreyosi Majumdar (Katwa - India)

                গুরু গৌরাঙ্গ জয়তু

                শ্রীল প্রভুপাদের জয় 

নমঃ ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে 

শ্রীমতে জয়পতাকা স্বামীন্-ইতি-নামিনে।

নমঃ আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে

গৌরকথা ধামদায় নগর-গ্রাম তারিণে।।

হে পরমারাধ্য গুরুদেব, 

অনুগ্রহপূর্বক আমার সশ্রদ্ধ প্রণতি গ্রহন করুন । আমার কোনো যোগ্যতা নেই আপনার গুণ-মহিমা কীর্তন করার । কৃপাপূর্বক আমাকে অনুমতি দিন ।

          বারো-তেরো বছর পূর্বে আমি একবার পরিবারের সঙ্গে শ্রীধাম মায়াপুরে গেছিলাম । সেখান থেকে আমরা রাজাপুর জগন্নাথ মন্দির যাই। শ্রীশ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানির দর্শন লাভের পর আমরা আপনার দর্শন লাভ করি। সেখানে সেই সময় চেন্নাই থেকে অনেক  ভক্তের সমাগম ঘটে এবং ওনারা আপনার সঙ্গে কিছু ছবি তুলছিলেন । তখন আমি ও আমার ভগিনী খুব ছোট ছিলাম বয়সে । বাবা আমাদের আপনার আশীর্বাদ নেওয়ার জন্য আপনার কাছে নিয়ে যান। আপনি তাতে হয়তো অসন্তুষ্ট হন এবং বাবাকে বলেন "দেখছো না আমি ফটো তুলছি "। আপনার শাসন আমাদের আশীর্বাদ স্বরূপ । সেই রাত্রে আমরা কাটোয়া ফিরে আসি। রাত্রে আমি স্বপ্ন দেখি আপনি আমাদের গৃহমন্দিরে এসেছেন এবং আমাদের আশীর্বাদ করছেন । 

হে গুরুদেব! আপনি এভাবেই আমাদের আশীর্বাদ করুন যেন আমরা যেভাবে যেখানেই থাকি শ্রীল প্রভুপাদ ও আপনার সেবাকার্যে সহায়তা করতে পারি এবং সবসময় রাধারানি ও কৃষ্ণের চিন্তা করতে পারি। আমার অপরাধ হলে কৃপা করে আমাকে ক্ষমা করুন ।

                                          ইতি 

                                          পদরজাকাঙ্খী

                                           শ্রেয়সী ।