নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামীন্ ইতি নামিনে।
নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে
গৌরকথা ধামধায় নগরগ্রাম তারিণে।।
প্রিয় পারমার্থিক পিতা,
আমার সশ্রদ্ধ প্রণতি গ্রহণ করুন!
আপনার ব্যাসপূজায় আমি আমার বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে প্রয়াস করছি।
আপনি আমাকে কৃপাসিক্ত করেছেন, আমাকে জড়জাগতিক বদ্ধজীবন- জন্মমৃত্যুর চক্রের অন্ধকূপ থেকে উদ্ধার করেছেন এবং অগণিত আশীর্বাদ প্রদান করেছেন। আপনি শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রতি নগরাদি গ্রামে প্রচার করার জন্যে অশেষ ঝুঁকি এবং সীমাহীন কষ্টস্বীকার করেছেন।আমি এই ভেবে অন্ধ ছিলাম যে, ইন্দ্রিয়তৃপ্তিই জীবনের মূল লক্ষ্য। কিন্তু আপনি আমাদের প্রদর্শন করেছেন যে কীভাবে শ্রীশ্রী রাধামাধব, শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবা করাই জীবনের প্রকৃত লক্ষ্য, এবং পরমেশ্বর ভগবানই একমাত্র আশ্রয়। তাই এভাবেই আপনি আমাদের জীবনের প্রকৃত অর্থ ও আনন্দ প্রদান করেছেন।
গত ১৪ বছরে আপনি অনেক স্বাস্থ্য সংক্রান্ত প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন এবং তা স্বত্বেও আপনি আপনার গুরুদেব প্রদও নির্দেশনাসমূহ পালন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আপনার পরিভ্রমণ দিনগুলো বেশ কঠিন হয়ে পড়েছে কিন্তুু আপনি মায়ার কবল থেকে বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য সর্বদা প্রস্তুত, সেটি ভেবে আমি চির কৃতজ্ঞ।
আমি রাধামাধব অষ্টসখী, মায়াপুর চন্দ্র, পঞ্চতত্ত্ব এবং প্রহ্লাদ নরসিংহদেবের নিকট এই প্রার্থনা করি আপনি যেন সুস্থ থাকেন আর আমরা যেন আপনাকে আরো দীর্ঘদিন আমাদের মাঝে পাই আপনাকে হে গুরুদেব।
আপনি বৈদিক তারামণ্ডলের বৃদ্ধি, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা ও গৌরমণ্ডল ভূমির উন্নয়ন এবং কোন না কোন পন্থায় সারস্বত শিষ্যপরম্পরাকে একত্রিতকরণ, কৃষ্ণভাবনার প্রসারকে অসীম বিবর্ধন এবং শ্রীল প্রভুপাদ প্রদও আরো অনেক নির্দেশনা বাস্তবায়ন করছেন। আপনি চিন্ময় সাহিত্যসমূহ জনগণের মাঝে বিতরণ,সকল শিষ্য-শিষ্যা,শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীদের প্রযত্ন এবং নির্দেশনা প্রদান করছেন যেন শ্রীল প্রভুপাদের মনোভিলাষ পূরনার্থে তাঁরা আপনাকে সহায়তা করতে পারে এবং আরো অন্যান্য সেবায় যত্নবান হয় ও বাণী প্রচারে উপযোগী হয়।
নিত্যানন্দ প্রভু অত্যন্ত কৃপালু। তিনি কারও যোগ্যতা বিচার করে দেখেন না। তদ্রুপ আপনিও কৃপাবারি বিতরণে অত্যন্ত উদার। অকাতরে সবাইকে কৃষ্ণপ্রেম প্রদান করছেন।আমি আপনার শ্রীচরণ লাভের আকাঙ্খী হয়ে আপনার কৃপা প্রাপ্ত হতে অভিলাষ করি ।
আমাকে এই গভীর অন্ধকারাচ্ছন্ন বদ্ধ জীবদ্দশা থেকে আপনার সেই অমৃতরূপ কৃপাবলে ভক্তিমূলক সেবাকার্যে অবিরতভাবে যুক্ত থাকতে আমাকে আশীর্বাদ প্রদান করুন ওহে গুরুদেব।” - আমাকে কৃপাবিন্দু দান করুন” ।
আপনি প্রতি নগরাদি গ্রামে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করছেন । আপনার আবির্ভাবের এই পূণ্য তিথিতে আমি আপনার কৃপাভিক্ষা করি।
আপনার অযোগ্য সন্তান
গোপবন্ধু গোবিন্দ দাস (dīkṣā)
নারায়ণগঞ্জ, বাংলাদেশ