Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2022

Dīpeśvarī Nandapriyā devī dāsī (Bardhaman, West Bengal - India)

হরে কৃষ্ণ গুরুদেব, আপনার চরণ কমলে আমার স্বশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি আপনার জয় হোকশ্রীল প্রভূপাদের জয় হোক

আমি জানি না আপনার গুণমহিমা কি ভাবে ভাষায় বা লিখে ব্যক্ত করা সম্ভব আমার মতো একজন সাধারণ শিষ্যার

আমার মনে আছে সালটি সম্ভবত 2004 সাল মা বাবার সাথে আমি প্রথম শ্রীধাম মায়াপুরে যায় চক্র ভবনের সামনে পার্কে আপনি কিছু বিদেশি শিশু প্রভুদের সাথে কীর্তন করছিলেন ধামে আসা দর্শনার্থীরা তা দেখছিল সেখানেই আমি আপনার প্রথমবার দর্শন লাভ করি আপনি নৃত্য কীর্তন করছিলেন তারপর অনেক গুলো বছর পেরিয়ে যায় ইসকনের সাথে যুক্ত হয় আমার মা 2017 সালে আপনার থেকে দীক্ষা লাভ করে আমি তখন বুঝে উঠতে পারিনি আমাকে কোন গুরুমহারাজ তার শিষ্য হিসেবে গ্রহণ করবেন কিন্তু 2018 22nd জুলাই যেদিন আমার চরণ আশ্রয় হয় তার আগের দিন আমি আপনার দর্শন লাভ করি স্বপ্নে

আমি তারপর থেকে যখনই কোনো কারণে বিচলিত হয় বা হয়ে থাকি আপনি সব সময় আমাকে দিশা দেখিয়েছেন শ্রীল প্রভূপাদের বাণী প্রচার কার্যে আপনার উদ্যম আমার অলস মনকে সব সময় জাগরিত করে চরনাশ্রিত হওয়ার ১বছর পেরিয়ে যাওয়ার পর আমার দীক্ষা হচ্ছে না দেখে আমি যখন আমার কাউন্সিলর কে বার বার বলছিলাম 2019 সালের ডিসেম্বরের শেষে আমি স্বপ্নে গুরুদব আপনার দর্শন পাই আপনি আমাকে দীক্ষা প্রদান করছিলাম গৌর নিতাই এর বিগ্রহের সামনে দীক্ষিত নাম ছিল কিছু নন্দ প্রিয়া দেবী দাসী 2021 সালে আপনি আমাকে সত্যি সত্যিই শিষ্যা হিসেবে গ্রহণ করেন এবং নাম দিয়েছেন দীপেশ্বরী নন্দপ্রিয়া দেবদাসী আমি আমার দীক্ষিত নাম শুনে সত্যিই আশ্চর্য হয়ে যায় কি ভাবে সম্ভব!!আপনি সব বুঝতে পারেন জানতে পারেন আবারও প্রমান পাই আপনি অন্তর্যামী আপনি আমার সব কথা বুঝতে পারেন এবং আমি আবারো তার প্রনাম এই কিছু দিন আগে নবদ্বীপ মন্ডল পরিক্রমার সময় পাই আমি শ্রীধাম মায়াপুরে যাওয়ার সুযোগ পায়নি ইচ্ছে থাকা স্বত্তেত আমার যাওয়া হয়ে ওঠেনি আপনার দিব্য দর্ষনের সুযোগ না পাওয়া নিজেকে খুব অভাগা মনে হচ্ছিল সব্বাই আপনার দর্শন পাচ্ছে আমি আপনার দর্শন ভাব করার সৌভাগ্য পাইনি কিন্তু যে 5 দিন পরিক্রমা চলেছে আপনি আমাকে স্বপ্নে দর্শন দিয়েছেন গুরুদেব আমি প্রতিদিন আপনার দর্শন পেয়েছি আমার মনের ইচ্ছে আপনি পূরণ করেছেন আমার অজ্ঞতা অপরাধ মনভাব থাকা সত্তেও আপনি আমাকে সব সময় সঠিক দিশা দেখিয়েছেন

আপনার আশীর্বাদের আমি একটু একটু করে প্রচার করার চেষ্টা করছি ইসকন দুর্গাপুরে আমার শিক্ষাগুরু আমাকে ছোটো শিশুদের বৈদিক শিক্ষা দেয়ার দায়িত্ব দিয়েছেন গত 1বছর ধরে ক্লাসটি চলছে 4জন শিশুকে নিয়ে শুরু হয় আজ 30জন শিশু যুক্ত হয়েছে ক্লাসটির নাম *বৈকুণ্ঠ কিডস* গীতার শ্লোক পাঠ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নীতি শিক্ষা মূলক ছোট গল্প, কীর্তন, প্রভৃতি শেখানোর চেষ্টা করে থাকি আমি আপনার নিকট আশীর্বাদ প্রার্থনা করছি যাতে আমি এই ছোট্ট শিশুদের সঠিক শিক্ষা দিতে পারিভালো ভক্ত হওয়ার পাঠ দিতে পারি এবং আমি নিজেও যেন একজন প্রকৃত ভালো হয়ে উঠতে পারি আপনার পদাঙ্ক অনুসরণ ককর্তে পারি

আপনার অযোগ্য শিষ্যা,

দীপেশ্বরী নন্দ প্রিয়া দেবী দাসী (dīkṣā)
রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান