নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামীন্ ইতি নামিনে।
নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে
গৌরকথা ধামধায় নগরগ্রাম তারিণে।।
হে পরমারাধ্য গুরু মহারাজ,
আপনার পদ্ম চরনে আমার শতকোটি প্রনাম গ্রহণ করুন। এই জগতে আপনার শুভ আবির্ভাব সর্বজয়যুক্ত হোক।
হে গুরুদেব,
আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারব না। এই জড়জগত ক্লেশপূর্ণ। আপনি জানেন একটি ঘটনা আমাকে কতটা ভেঙ্গে দিতে পারতো। কিন্তু আপনি আমাকে এমনভাবে আগলে রেখেছেন যেন আমি কোনো অবস্থাতেই কষ্ট অনুভব না করি। ঘটনাটি আমাকে বারবার ভাবিয়েছে আপনি আমার পাশে সবসময় আছেন। আমার জীবনে আপনার গুরুত্ব আমাকে বুঝিয়েছেন।আমার হৃদয়টাকে আপনি এমনভাবে জোড়া লাগিয়েছেন যেন সেটি কোনোভাবেই ব্যথা অনুভব না করে। আপনি আমাকে একটি মেসেজের উত্তরে বলেছিলেন (আমার প্রিয় কান্তা দাস) আমি এই ঘটনার পর প্রতি মূহূর্তে অনুভব করতে পেরেছি, সত্যিই আপনার সন্তানরা কতটা প্রিয় আপনার কাছে।
হে বার্ষভানবী-মুরারীর প্রাণধন,
আপনার আশীর্বাদে আমরা কয়েকজন ভক্ত একত্রে গত ডিসেম্বর ২০২১ এ আপনার আরাধ্য প্রাণধন শ্রীশ্রী বার্ষভানবী মুরারী - গৌরসুন্দরের কাছে যাওয়ার সৌভাগ্য লাভ করি । হ্যাঁ এর আগেও বেশ কয়েকবার আমি শ্রীশ্রী পুন্ডরীকধামে গিয়েছি,তবে ধামের মাহাত্ম্য কোনোদিন এত বিস্তারিতভাবে অনুভব করার সৌভাগ্য আমার কখনো হয়নি। কিন্তু ডিসেম্বরে আমি যখন যাই তখন প্রতিটা মুহূর্তে এটাই অনুভব করেছি আপনি বার্ষভানবীর কাছে আমার জন্য কীভাবে প্রার্থনা করেন।বার্ষভানবী-মুরারী গৌরসুন্দর এবং তাদের সেবক-সেবিকাদের থেকে পাওয়া এত ভালোবাসা কখনোই আমার পাওয়ার যোগ্যতা নেই। এই সবকিছু আমি অনুভব করেছি বা বার্ষভানবী-মুরারী গৌরসুন্দরের এতটা ভালবাসা পেয়েছি শুধুমাত্র আপনার আশীর্বাদের মাধ্যমে। প্রতিটা মূহুর্ত আমাকে এটাই বুঝিয়েছে আপনি আপনার এত ব্যস্ততার মধ্যেও আমার জন্য কখনো প্রার্থনা করতে ভুলে যাননা।
হে গুরুমহারাজ,
আমি শ্রদ্ধার্ঘ্য লিখা শুরু করার একটু আগেই, মা ভাগবতম্ এ প্রভুপাদ তাৎপর্যে পড়ছিল- গুরুদেবকে সন্তুষ্টি বিধান না করে তাঁর কাছ থেকে কিছু আমরা চাইতে পারিনা।
আমি এতটাই পাপী সন্তান আমি সবসময় আপনার কাছ থেকে বিভিন্ন কিছু চেয়ে আপনার উপর চাপ সৃষ্টি করে থাকি। কিন্তু আপনি কোনকিছুতে কখনো বিরক্তি প্রকাশ করেন না। বরং আমাকে সবসময় আপনার আশীর্বাদ দ্বারা অবাক করে দেন। আমার মতো একজন কুলাঙ্গার সন্তানের এত কৃপা পাওয়ার অধিকার কী আদৌ আছে?
ঠিক তেমনি আমি অবাক হয়েছিলাম আপনি যখন আমার জন্মদিনে এত বড় কেক কেটেছিলেন,আমি সেটির ছোট্ট একটি ভিডিও পেয়েছিলাম এবং আবারো জুম এ কেক কাটা এত আশীর্বাদ দিচ্ছিলেন। আমি তখন আশেপাশে অন্ধকার এবং আলো হিসেবে শুধু আপনাকে দেখছিলাম।আরো বেশি অবাক করেছেন যখন আপনি এতো ব্যস্ততার পরেও সদূর মায়াপুর ধাম থেকে আমার জন্মদিনের এত উপহার আমার বাড়িতে বাংলাদেশে পাঠিয়েছেন। প্রতিটা উপহার আমি যত্ন সহকারে পেয়েছি। আপনি আমাকে আশীর্বাদ করবেন যেন আমিও আপনাকে উপহার দিতে পারি আমার আচার এবং প্রচারের মাধ্যমে। আমি যেনো নিজেকে আচারের দ্বারা তৈরি করতে পারি প্রচারের জন্য।
হে পরমপিতা,
আমি অনুভব করতে পারি আপনার এত আশীর্বাদ বর্ষণ দ্বারা-ই আমি এই পারমার্থিক জীবনে থাকতে পারছি। আমাকে অনুগ্রহপূর্বক দৃঢ়তা প্রদান করুন, যেন আমি কোনো বৈষ্ণবের দোষ দর্শন না করি,কোন বৈষ্ণব অপরাধ যেন না করি।আমাকে ধৈর্য প্রদান করুন, যেন আমি এই জড়জগতের দেওয়া কোন ক্লেশ দ্বারা বিব্রত হয়ে ভক্তিজীবন ছেড়ে না যাই। যেনো আমার হৃদয় এবং মুখ সবসময় আপনার গুনমহিমা কীর্তনে ব্যস্ত থাকে।
হে গুরুদেব,
আপনি যে স্বপ্নদর্শনে আমাকে গঙ্গাদেবীর পূজা করতে বলেছিলেন এখন আমরা গঙ্গাদেবীর সেবা করছি। যদিও আমি সবসময় করতে পারিনা। আমাকে আশীর্বাদ করুন যেনো আমি নিষ্ঠা সহকারে গঙ্গাপূজা করতে পারি। আপনি এই গৃহে নিঃসন্দেহে বিরাজমান।কিন্তু আমি চাই আপনি স্বশরীরে এই গৃহে পদার্পণ করুন।আমি অল্প অল্প করে রান্না শিখছি আপনার সব প্রিয় রেসিপিগুলি এবং কেক বানাতেও শিখেছি।আমি চাই আপনি সরাসরি সেগুলি গ্রহণ করুন।গুরুমহারাজ, আমাদের বাসায় এখন অনেক সুন্দর নিতাই গৌর-সুন্দর আছে।তারা বিভিন্ন লীলা করেন সিংহাসনে বসে বসে, আর তিরোপতি বালাজীও।আমি নতুন এখন তুরবান বাধা শিখেছি।আপনি আশীর্বাদ করুন যেনো আমি ভক্তিসহকারে,প্রেম দ্বারা বিগ্রহসেবা করতে পারি।
হে পিতা,
যদিও আপনি আপনার দিব্য দৃষ্টি দ্বারা সবসময় আমাকে পর্যবেক্ষণ করে থাকেন, আপনি জানেন আমি আপনার কতটা অপরাধযুক্ত সন্তান।আমি আত্মসমর্পণ করছি আপনার পদ্মচরণকমলে,আমাকে কৃপাপূর্বক আপনার পাদপদ্মে আশ্রয় প্রদান করুন।আপনি ঠিক যেভাবে প্রত্যাশা করেন আমি যেনো সেভাবেই আচরণ করি।
হে গুরুদেব,
আপনাকে হৃদয়ের গভীর থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে আগলে রাখার জন্য।আমাকে আশীর্বাদ করুন যেনো আমি ১৬মালা জপ করি এবং চারটি বিধিনিষেধ পালন করি এবং আপনাকে সাহায্য করতে পারি যেনো আপনার কাছ থেকে দীক্ষা নিবো বলে আপনাকে বিব্রত না করি। নিষ্ঠা সহকারে আচারের পরেই যেনো আমি এবং কানন একসাথে আপনার সামনে গিয়ে আপনার শ্রীহস্ত থেকে সরাসরি দীক্ষার জপমালা গ্রহণ করতে পারি।আমার পুরো পরিবারের জন্য আশীর্বাদ করবেন যেনো আমরা সবাই একত্রিতভাবে ভক্তিজীবন পালন করতে পারি।
আপনার শুভ আবির্ভাব তিথির জয় হোক।
শ্রীল প্রভুপাদ এর জয় হোক।
আপনার পদ্মচরণ সেবার নিত্য অভিলাষী ও ঋণবদ্ধ কন্যা,
কান্তা দাস (চরণাশ্রিত)
নারায়ণগঞ্জ, বাংলাদেশ