হরে কৃষ্ণ দণ্ডবৎ প্রণাম গুরুদেব।
আপনার ৭৩ তম ব্যাস পূজা উপলক্ষে আমার প্রণাম গ্রহণ করুন।
নমো ওঁ বিষ্ণুপাদায় পেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামীন ইতি নামিনে
নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে
গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিনে।
শ্রীল প্রভুপাদের জয়
হরে কৃষ্ণ গুরু মহারাজ আপনার ৭৩ তম আবির্ভাব উপলক্ষে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আমি এতটাই নিকৃষ্টতম জীব যে আপনার মতন শুদ্ধ বৈষ্ণবের গুণকীর্তন করার মতো কোনো যোগ্যতাই নেই। কৃপা পূর্বক গুরুদেব আমাকে কৃপা করুন যেন আমি আপনার গুণময় করার জন্য সক্ষম হতে পারি।
প্রথমে জানাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ । আপনার চরণ কমলে আশ্রয় পাওয়ার দু'বছরের মধ্যে ভগবান এবং শ্রীল প্রভুপাদ আমাকে অনেক পরীক্ষা নিয়েছে। সত্যি বলতে আমি খুব দুর্দশাগ্রস্ত হয়ে গেছিলাম । কিন্তু শুধুমাত্র আপনার জন্যই এখন অব্দি আমি ঠিক আছি। যখনই আমি আপনার ছবি দেখি তখনই আমার মধ্যে এক আলাদা রকমের শক্তি উন্মোচন হয় । এবং জপ করার মাধ্যমে আমি এক আলাদা রকমের আনন্দ উপভোগ করতাম।আর এই শক্তি আপনার কৃপা ছাড়া আর অন্য কোন জিনিস না । তাছাড়াও আমি এখনো শ্রীল প্রভুপাদ এর কথা শুনে চলতে পারছি এটাও আপনার অসীম করুনার ফল । আমি নিজেকে পুরোপুরি ভাবে হারিয়ে ফেলেছিলাম আমার সব পথ যেন মনে হচ্ছিল বন্ধ। আমি এটা ভেতর থেকে অনুভব করছিলাম যে আমি যেন আস্তে আস্তে নিজেকে শেষ করে ফেলেছি । কিন্তু আমি জানতাম যে আমি এমন একজন ভক্তের চরণ কমলে আশ্রয় পেয়েছি যে "কোনদিন হাল ছাড়েন না" আর আমার এটা দৃঢ় বিশ্বাস ছিল যে আপনি আমাকে কোনদিন ছেড়ে দেবেন না। আমি এটা আপনাকে বলে বোঝাতে পারবো না তাছাড়া আমার বলার মতো কোন ভাষাও নেই যে আপনি যদি আমার জীবনে না থাকতেন তাহলে হয়তো আমার সাথে অনেক কিছুই হয়ে যেতে পারত। গুরুদেব আপনিতো অন্তর্যামী আপনি জানেন আমার সাথে কি হয়েছে আমার ভিতরে কি চলছে বিশ্বাস করুন আমার কোনো ভাষা নেই বলার। গুরুদেব কৃপা করে আপনার পাদপদ্ম থেকে কোনদিন বঞ্চিত করবেন না তাতে আমি যাই করে ফেলি আপনার এই শুভ আবির্ভাব তিথিতে আমার এই বিনীত অনুরোধ রইলো। গুরুদেব আপনি আছেন বলেই আমি টিকে আছি কেন জানি না আমি খুবই অসম্পূর্ণতা এবং খারাপ গুন বিশিষ্ট একজন পতিত । আমি জানিনা আমি কত জন্মের পর উদ্ধার পাব বা নাও পেতে পারি তবুও আমাকে আপনি আপনার সঙ্গো থেকে বঞ্চিত করবেন না। আমি এত অধম যে আপনার শুভ আবির্ভাব তিথিতেও আপনাকে আমি নিজের সমস্যা বলছি । হে নিতাই কৃপা প্রদানে আমি জানি না গৌড় নিতাই আমার প্রতি কেন এত অসন্তুষ্ট। হে পতিত পাবন আপনি "নিতাই কৃপা" প্রদান করেন তাছাড়াও শ্রীল প্রভুপাদ বলেছেন আপনি "গৌরাঙ্গ মহাপ্রভুর" পার্ষদ। কৃপা করে তাদের কাছে আমার জন্য একটু প্রার্থনা করুন তারা যেন আমার উপর করুনার দৃষ্টি প্রদান করে। এবং সর্বশেষে এই শুভ আবির্ভাব তিথিতে আপনার কাছে এই প্রার্থনা করি যে আমার ভালোবাসা কোনদিন যেন শ্রীল প্রভুপাদ এবং আপনার প্রতি না কমে তাছাড়া কৃপা করে আমাকে আপনি প্রভুদের কাছে পাঠিয়ে দেন। এটা আমার আপনার কাছে শেষ ইচ্ছা। সত্যি আমি সবথেকে বেশি সন্তুষ্টি পাব।
শ্রীল গুরুমহারাজ আমি অধম যদি কিছু ভুল বলে থাকি কৃপা করে আমাকে ক্ষমা প্রদান করবেন ।
--- ইতি
আপনার অযোগ্য ও অকাজের সন্তান
সুমধুর নন্দসুত দাস
দুর্গাপুর, ভারত