Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2022

Vrajendra Gopāla dāsa (Bogra - Bangladesh)

শ্রী শ্রী গুরু-গৌরাঙ্গৌ জয়তঃ

শ্রী শ্রী জয়পাতাকা স্বামী গুরু মহারাজের ৭৩ তম ব্যাসপূজায় গুরু দেবের অযোগ্য ও অধম সন্তান প্রিয়শি আচার্য্য এর শ্রদ্ধাঞ্জলী :-

 

     হে পতিত পাবন,

     শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, কৃপা করে এই অধম পতিতের সশ্রদ্ধ্য প্রনাম গ্রহন করুন। ২০১৭ সালে নভেম্বর মাসের ১৮ তারিখ সিলেট যুগলটিলা মন্দিরে, এই অধমকে আপনার অগাধ কৃপা বারির কৃষ্ণ প্রেম রূপ জলের ন্যায় আপনার শ্রী চরণে আশ্রিত করেছিলেন। ঐ দিন আমি প্রথম আপনার দর্শন লাভ করে ছিলাম। তখন মনে হয়েছিল আপনার সঙ্গে আমার জন্ম-জন্মের কোন দিব্য সর্ম্পক রয়েছে।

 

     হে পিতা,

 আপনি অসীম করুনাময়, তাই তো আমার মতো এই অধম পাপীকে আপনার চরণে আশ্রয় দিয়েছেন। আপনার শ্রী চরণে একটিই মিনতি, এই পতিতকে আপনার ও কৃষ্ণের সেবা করার সুযোগ দান করুন। সত্যি যদি আপনি না হতেন তবে নদীতে ভেসে যাওয়া খড় কুটোর মতো আমিও ভেসে যেতাম। কৃষ্ণ প্রেম ও সেবা লাভ করা ছাড়াই আমার জীবন ব্যর্থ হয়ে যেত।

 

     শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা

 

হে শ্রীল জয়পতাকা স্বামী! তুমি দয়া করে মোরে।

     রাধা-কৃষ্ণের চরণ সদা চিত্তে স্ফুরে।।

তোমার চরণে থাকি, বৈষ্ণবেরও সহিতে।

     এই তো বাসনা মোর সদা উঠে চিত্তে।।

বৈষ্ণবেরও জ্যেষ্ঠ যেঁহো, তাহার চরণে।

     মুইঁ সমর্পিব কবে সেবার কারণে।।

তবে সে হইবে মোর বাঞ্ছিত পূরণ।

     আনন্দে সেবিব দোঁহার যুগল চরণ।।

কৃপা করে, করে ছিলে আশ্রিত মোরে।

     সেবামৃত দিয়া এবার সিঞ্চন করো মোরে।।

 

আপনার শ্রীচরনে আশ্রিতা

 

প্রিয়শি আচার্য্য ও সজীব দাস

মাঝিড়া,শাজাহানপুর,বগুড়া