নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামিন ইতি নামিনে।
নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে
গৌর কথা ধামোদায় নগর গ্রাম তারিনে।।
প্রথমেই আমি আপনার শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ হিসেবে এবং শ্রীল প্রভুপাদের এক অনন্য শিষ্য হিসেবে আপনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন, আমার মত ক্ষুদ্র পাপী জীবাত্মাদের উদ্ধার কার্যে। এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও জড়জাগতিক ভোগের প্রতি বিন্দুমাত্র আসক্ত না হয়ে শ্রীল প্রভুপাদের জন্য আপনি যেভাবে সারাজীবন উৎসর্গ করেছেন তা আমাকে জড়বিষয়ে অনাসক্ত হতে অনুপ্রাণিত করে। অশেষ শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আপনার অবিচ্ছিন্ন সেবা, প্রচার ও উদ্যম বিশেষভাবে প্রশংসনীয়। আপনি " নিতাই কৃপা প্রদায়িনে" হয়ে নিত্যানন্দ প্রভুর কৃপা বিতরণ করেন। আমার মত অধমের কোনো কৃপা পাওয়ার যোগ্যতা নেই, তবু আপনার কৃপা হলে নিতাই শচীসূতের সেবা করার সুযোগ পাবো। ভগবান শ্রী নৃসিংহদেবের কাছে আপনার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। আপনার নিকট হরিনাম জপের সামর্থ্য ও মনুষ্যজীবনের উদ্দেশ্য সফল করার যোগ্যতা প্রার্থনা করি।
আপনার অযোগ্য সেবিকা,
শ্রেয়তা