Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2023

Mainak Dalal (Kolkata - India)

নমঃ আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে

গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে ।।

জয় শ্রীল প্রভুপাদ,

জয় শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ,

পূজনীয় প্রিয় মহারাজ, আপনার মঙ্গলময় আবির্ভাব তিথির জয় হোক

আপনার সাথে আমার প্রথম পরিচয় ঘটে, ছোটবেলায় কেনা কীর্তনের একটি ক্যাসেডের ভিডিওতে কিন্তু তখন আপনার দিব্য মহিমা আমার কাছে অজ্ঞাত ছিল তবে বড়ো হওয়ার সাথে সাথে আমি আপনার অসীম করুণার বিন্দুমাত্র এখনো পর্যন্ত অনুধাবন করতে পেরেছি, সেটাই আমার মতো অত্যন্ত অধম ব্যক্তির কাছে ভক্তি জীবন টিকিয়ে রাখার একমাত্র রসদ মহারাজ, আপনার শ্রী মুখনিঃসৃত কীর্তন, প্রবচন আমাকে ভীষণভাবে উৎসাহিত করে কখনো কখনো আমার মনে হয় আপনি আমাদের জন্য নিরন্তর কতো কষ্টই না সহ্য করে চলেছেন তবুও আমাদের প্রতিদান যেন আপনার সেই অবদানের কাছে নিতান্তই অতি ক্ষুদ্র আজ আপনার কৃপার প্রভাবে দিকে দিকেনামহট্টগড়ে উঠেছে যা মহাপ্রভুর সেই ভবিষ্যৎ বাণীকে আরো নিশ্চিত করে তুলছে-- “পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম / সর্বত্র প্রচার হইবে মোর নাম ।।মহারাজ, আপনার শারীরিক অসুস্থতা আমাকে খুবই কষ্ট দেয় দয়া করে আপনি নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং রাধামাধবের কাছে প্রার্থনা করি আপনার শরীর যেন তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে মহারাজ, আপনি বট বৃক্ষের থেকে কম মহিমান্বিত নন কারণ আপনি সর্বদা আপনার শিষ্যগণ আমার মতো পতিত ব্যক্তিকে মায়ার প্রবল তেজ থেকে রক্ষা করতে সদা সচেষ্ট আপনার স্মিত মধুর হাসি আমাদের সবার হৃদয়ে এক আনন্দের উচ্ছ্বাস ঘটায় আপনার স্বহস্তে লিখিত গ্রন্থাবলী অত্যন্ত চমৎকার এবং সহজবোধ্যও বটে মহারাজ, শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও আপনার যে দুর্দমনীয় উদ্যম তা আমাদের প্রত্যেককে ভক্তিজীবন পালনে প্রচার করতে উৎসাহিত করে আপনার প্রতিটি কার্য আমার কাছে শিক্ষনীয় পরিশেষে এটাই বলব মহারাজ, কৃপা করে আমাকে এই আশীষ প্রদান করুন যাতে আপনি যেমন শ্রীল প্রভুপাদের দিব্য নির্দেশাবলী কায়মনোবাক্যে পালন করে চলেছেন সেখানে আমি যেন আপনার শ্রীচরণের নখের যোগ্য হতে পারি

যদি আমার দ্বারা লেখায় কোন ভুল হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমা করবেন