গুরুদেব
আজিকার শুভ এই আবির্ভাব বাসরে I
স্বিকারহ শ্রদ্ধাঞ্জলি চরণ যুগলে ll১
তোমার মহিমা প্রভু কি করি বয়ান I
হৃদয় বিদীর্ণ করে ফাটয় পরান ll২
কত যে যাতনা সহিতেছ অভিরাম l
পুরন করিতে প্রভুপাদের মনস্কাম ll৩
বিচ্ছেদ বেদনা কত ভ্রাত্রীর বিয়োগে l
তথাপিহ ধৃঢ় করি “সবে” করিছো নিওগে ll৪
কত যে প্রকল্প কৈলা ভক্তি প্রসারিতে l
অধুনা যে এক শঙ্কা করিয়াছে ভিতে ll৫
শিশু, বৃদ্ধ, বনিতা সব রক্ষা কিশে পাবে l
শূন্য অপরাধ হয়ে ধামে কৈছে রবে ll৬
সেহেতু যে চেষ্টা তব সহজ লভ্য নয় l
অসাধ্য সাধন সব তোমাতে জুয়ায় ll৭
দৈব বর্ণাশ্রম বিধি প্রচার-স্থাপন l
গৃহি, ন্যাসি, মঠি, যৌথ সবার আচরণ ll৮
মহাপ্রভুর এই মত যুক্ত বৈরাগ্য l
তোমার কৃপাতে সবে হইল বন্ত ভাগ্য ll৯
অপরাধ বৃত্তি ত্যাগী মায়াপুর ধামে l
সেবা অনুরাগ কবে হবে এই অধমে ll১০
এই শুভ লগনে প্রার্থনা (তব) শ্রী-চরণে l
আশ্রয় দিয়া শ্রীচরণে রাখ নিজ গনে ll১১
আপনার অনুগত দাস
সুবল কানাই দাস
শ্রীধাম মায়াপুর (টিওবিপি)