O Most Worshipful Gurudeva accept my humble obeisance.
(শ্রী গুরু চরণ)
-----------------
জয় জয় গুরুদেব, পতিত পাবন,
তোমার চরণ বিনা, জনম বিফল।।
তুমি তো জয়ের ধ্বজা,
শ্রীল জয় পতাকা,
চরণে দিও ঠাই,
করো না নিরাশা।।
তুমি যে দেখালে পথ,
তুলনা তার নাই,
বারে বারে নৌমি তোমার,
ওই রাঙা পায়।।
তুমি তো তারই প্রকাশ,
বলে মহাজনে,
গুরু রূপে প্রকাশিত,
হলে এই ভুবনে।।
জন্ম জন্ম ধরে মুই,
ভ্রমি মায়া পাশে,
তোমার কৃপা কনা,
পাড়ে তা তারিতে।।
তাহি তো চরণ সেবা,
করিবারে চায়,
করো এই অকিঞ্চনে
নিযুক্ত সেবায়।।
তুমি কৃপা না করিলে,
উদ্ধার নাহি পাই,
প্রতি জন্ম জন্ম ধরে
মায়াতে জড়ায়।।
তোমার চরণ ছাড়া,
বৃথা জন্ম মোর,
প্রতি জন্মে করি আশা,
তব চরণ কমল।।
চরণে লুটিয়া বলে,
মুকুন্দ তোমায়,
রাখিও বাঁধিয়া তুমি, চরণে আমায়।।
----------
(মুকুন্দ প্রিয় সুদামা দাস)
Your measly son/Dāsānudāsa,
Mukunda-priya Sudāma Dāsa