হরে কৃষ্ণ,
দন্ডবৎ প্রণাম
ভবরোগ নিরাময়ের এক মূর্তিমান বৈদ্য
---------------------------------------------------------
ভবরোগ নিরাময়ের এক মূর্তিমান বৈদ্য শ্রীল জয়পতাকা স্বামী,
আপনার শুভ আবির্ভাবে হচ্ছে রোগমুক্ত সকল জগতবাসী।
আপনার সংস্পর্শে জীবের মনে জাগে কৃষ্ণরসের সঞ্চার,
জড়সুখকে চিন্ময়সুখ করা এই দায়িত্ব কাঁধে তুলেছেন আপনার।
প্রতি মুহূর্তেই চিন্তা করেন যিনি কৃষ্ণনাম প্রচারের নব রাস্তা,
অপারেশন রুমেও কৃষ্ণনাম প্রচার করতে গুরু মহারাজ ভুলে যাননা।
হুইল চেয়ারে বসেও যিনি পরিভ্রমণ করেন কৃষ্ণনাম বিলাতে,
অচেতন অবস্থায়ও বলেন আপনি কৃষ্ণনাম মুখে জপিতে।
শিষ্যদের শত অপরাধ সহ্য করেও বুকে টেনে নেন আপনি,
নিতাইয়ের প্রেমাস্ত্র দিয়ে হৃদয়কে নির্মল করে দেন আপনি।
আপনার অমৃতময় মহিমা বর্ণনার নাহি শ্যামবর্ণ কানাই দাসের সাধ্য,
কৃপা করে গ্রহণ করুন শ্যামবর্ণ কানাই দাসের এই ক্ষুদ্র শ্রদ্ধার্ঘ্য।
বৈষ্ণব দাসানুদাস
শ্যামবর্ণ কানাই দাস
দীক্ষা শিষ্য
নরসিংদী, ঢাকা,বাংলাদেশ