নমো ওঁ বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।
নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা দামোধায় নগর গ্রাম তারিণে ।।
হে পরমারাধ্য গুরুদেব,
আজকের এই শুভ আবির্ভব তিথিতে আপনার চরন কমলে জানাই আমার অন্তরে শত কোটি প্রণাম। আমি ভগবানকে ভুলে গিয়ে মায়ার মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছিলাম কিন্তু আপনি শ্রীকৃষ্ণের করুনা বিগ্রহরূপে এসে আমাকে উদ্বার করলেন। আপনার কৃপায় আমি নতুন জীবন লাভ করলাম।
আপনি এতই দয়ালু যে, কৃপা করে এই অধম দাসকে গুরু কৃষ্ণের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি যেন জন্ম জন্মান্তর ধরে গুরুশ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত থাকতে পারি এবং আপনার শ্রীপাদপদ্মে এই আশা করি।
ইতি
আপনার নগন্য শিষ্য
ভাগবত অমৃতানন্দ দাস,
কয়েম্বাতুর
Bhagavatamamrita Dasa(Dikas),
Coimbatore, India