শ্রী গুরু পাদপদ্ম করি বন্দনা গুরুদেব মোর জীবন, নাহি অন্য না ।।
অধম পতিত জীবের নিস্তার লাগিয়া মিলওয়াকিতে আইলে তুমি স্বমূর্তি ধরিয়া ।।
গৌরাঙ্গ প্রিয় পাত্র এর্ডম্যান পরিবারে নিতাইয়ের কৃপা প্রচার করিতে জনে জনে ।।
নামের মহিমা তুমি শিশুকালেই বুঝিলা চর্মরোগ হইতে তুমি আরোগ্য হইলা ।।
বুদ্ধের মহিমায় তুমি বিমোহিত হয়ে গুরুরূপে পাইলে তুমি অভয়চরণারে ।।
অধম দুর্গত জনে করিতে উদ্ধার । নবদ্বীপ সংস্কার আর বিবিধ প্রচার ।।
পৃথিবীতে আছে যত নগর - গ্রাম । করিতে সার্থক বাক্য হইয়ে আগুয়ান ।।
কোন বিঘ্ন তোমার নাহি করিতে পারে স্তব্ধ তুমি মোদের করুণায় নিধি শুদ্ধ কৃষ্ণভক্ত ।।
ভ্রমণ করিতে তুমি নারদ যেন সম ধরণীর মধ্যে তোমার হইতে নাহি কেউ অধিকতর ।।
এ হেন সেবা নাহি তুমি না করেছ আপনি করিয়া তাহা জগতকে দেখিয়াছ ।।
কত যে সৌভাগ্যের ফলে তোমাকে পেরেছি পিতা কৃপা কণা দিয়ে মোরে দাসরূপে কর স্বীকায় ।।
অঞ্জলি মস্তকে করি কানাই ভূমে পড়ি কৃষ্ণপ্রেমে উন্মত্ত হয়ে তোমার চরণ ভজি ।।
বিনীত নিবেদক
আপনার নিত্যসেবক
কানাই প্রেম দাস (দীক্ষা)
বগুড়া, বাংলাদেশ