হে গুরুদেব,
আপনি যদি এই শুভ তিথীতে ধরাধামে না আসতেন তাহলে কি করে এই অধম আপনার কৃপা ও শুদ্ধ ভক্তির সন্ধান লাভ করত।
আপনি প্রভুপাদের প্রিয় সন্তান । প্রভুপাাদের মনোভিলাষ পূরণ স্বার্থে আপনি বিরামহীনভাবে প্রচার করে যাচ্ছেন। মায়াপুর গঠন, গৌড়মন্ডল ভূমির উন্নয়ন, গৌড়ীয় সমাজের ঐক্য, অসংখ্য শিষ্য গ্রহণ, নবদ্বীপ পরিক্রমা পরিচালনা, নিতাই প্রতিষ্ঠিত নামহট্টের প্রচার পুনঃজ্জীবিতকরণ, গ্রন্থ প্রচারসহ বিবিধ সেবায় আপনি সর্বদা নিবেদিত। ব্যাধির বিষসম ব্যথা, শারীরিক অক্ষমতাসহ শত শত বিঘ্ন আপনা সেবায় বিন্দুমাত্র প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। কৃষ্ণপ্রেমে নিমগ্ন হয়ে আপনি দেহের উর্ধ্বে সর্বদা দিব্যলীলা থাকেন। আমি নিতান্ত ক্ষুদ্র পতিত জীব মাত্র কিন্তু আপনি কৃপাপরবশত হয়ে যে অহেতুকী কৃপা প্রদান করেছেন তাতে আপনা প্রতি আমি সদা আনুগত ।
হে গুরু মহারাজ,
আপনার পাদপদ্মে আমি এই মিনতি করি যেন আমি আপনার আদেশ যথার্থভাবে পালন করতে পারি এবং প্রভুপাদের প্রচার কার্যে নিজেকে সতত নিয়োজিত রাখতে পারি।
আমার পরম প্রিয়, হে পিতা এই ব্যাসপূজা মহোৎসবে আপনার কন্যার এই ক্ষুদ্র প্রয়াস আপনি কৃপাপূর্বক গ্রহণ করিবেন ।
নিবেদীকা
আপনার নিত্যসেবক
অর্চিতা রুক্মীণি দেবী দাসী
মায়াপুর, ভারত ।