Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2018

Ramya Rāma dāsa (Dhaka - Swamibag - Bangladesh)

শ্রীশ্রীগুরু-গৌরাঙ্গ জয়ত:

সকল প্রশংসা ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু, শ্রীরামচন্দ্র ও ইসকন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তবেদান্ত স্বামী প্রভুপাদের, যার অনুকম্পায় (গীতার ভাষ্য পড়ার মাধ্যমে) ৮/৯ বয়সে আমার অনুসন্ধিৎসু হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে প্রথম উপলব্ধি আসে আর জানতে পারি আমাদেরও একটি কেন্দ্র-পয়েন্ট আছে। আর আমরা মোটেই বহু ঈশ্বরবাদী নই।

হে পরমারাধ্য গুরুমহারাজ,

অনেক আগেই আমি আপনাকে রংপুরে দর্শন করে আপনার কাছেই মনে মনে দীক্ষা নেয়ার সংকল্প করি। কিন্তু বাবা, আত্মীয়-স্বজন এমনকি আমার সহ-ধর্মিনীর বিরোধীতায় তা দীর্ঘায়িত হয়, যদিও আপনার অসুস্থ লীলায় প্রবেশের খবরে আমার সহ-ধর্মিনী ঐদিন থেকেই আমার অন্যতম শিক্ষাগুরুর (গিরিরাজ কৃপা দাস) ইচ্ছার কথা জেনে ১৬ মালা জপ করতে শুরু করেছিলো! অনেক কৌশলী হয়ে, ইসকনের প্রতি তাদের ঘৃণার কারণ জানতে চেষ্টা করি। এমনকি ভক্তি জীবনেও চারটি নিয়ম পালনে শৈথিল্যও করতে হয়েছে (এজন্য আপনার ও পরমেশ্বর ভগবানের চরণে ক্ষমাপ্রার্থী)।

পরবর্তীতে ৫/৬ বছর পর শিক্ষাগুরুত্রয়ের কৃপায় ও পরিবারের সবার সম্মতিতে সস্ত্রীক ভক্তিজীবনে আবার প্রবেশ করি। দীর্ঘ সময় পর ২০১৭ সালের ২০ নভেম্বরে গৌড়মন্ডল ভূমির অন্যতম পবিত্রধাম সিলেট যুগলটিলা মন্দিরে আপনার কৃপাপ্রাপ্ত হই/আমার পারমার্থিক জন্ম হয়। আমার পারমার্থিক নাম হয় রম্যরাম দাস।

দীক্ষার পর আপনার কৃপায় ভক্তিজীবনে নতুন উপলব্ধি আসতে থাকে (অবশ্য দীক্ষার ১০/১২ দিন আগেই এরকম উপলব্ধি আসতে থাকে), অনেক শাস্ত্র না পড়েও আগেই সে সম্পর্কে ধারণা চলে আসে আর যা অনলাইন প্রচারে সে তথ্য দিচ্ছিলাম। পরে অবশ্য তাই পেয়েছি ভাগবতমে। তবে চাকরীসহ বিভিন্ন চাপে আপনাকে ৩ মাসের কথা দিলেও এখনও ভাগবতম্ প্রথম স্কন্ধ শেষ করতে পারিনি। এজন্য আপনার চরণে ক্ষমাপ্রার্থী এবং শীঘ্রই এটি সমাপ্ত করার আশা করছি।

হে পরম পিতা,

সময়ের স্বল্পতার কারণে আমি অফলাইনে প্রচার করতে সব-সময় পারিনা, তবে অনলাইনে ওয়েবসাইট বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় চেষ্টা করি মাত্র। আমি আগে থেকেই ইসকন ইয়ুথ ফোরাম, ঢাকায় সেবা করে আসছি। কিন্ত ইদানিং বিভিন্ন কারণে তাঁদের অনেকর অনীহা ও অসহযোগিতা, অনলাইন প্রচারে অনীহা মনোভাবের কারণে তা বিঘ্ন ঘটছে। অবশ্য আমি সোশ্যাল মিডিয়ায় প্রচারের পাশাপাশি অনলাইন/অফলাইনে (মন্দির ভিত্তিক) যাতে পুরষ্কার হিসেবে গ্রন্থ থাকবে কুইজ প্রতিযোগিতা, অনলাইন অটোমেশন পরীক্ষার মাধ্যমে প্রচার করার পরিকল্পনা করেছি। এমতাবস্থায়, আপনার দিক-নির্দেশনার অপেক্ষায় আছি। হরিবোল।

আপনার অনুগত সন্তান,

রম্যরাম দাস

ঢাকা