শ্রীশ্রীগুরু-গৌরাঙ্গ জয়ত:
সকল প্রশংসা ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও ইসকন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তবেদান্ত স্বামী প্রভুপাদের, যার অনুকম্পায় (গীতার ভাষ্য পড়ার মাধ্যমে) ৮/৯ বয়সে আমার অনুসন্ধিৎসু হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে প্রথম উপলব্ধি আসে আর জানতে পারি আমাদেরও একটি কেন্দ্র-পয়েন্ট আছে। আর আমরা মোটেই বহু ঈশ্বরবাদী নই।
হে পরমারাধ্য গুরুমহারাজ,
অনেক আগেই আমি আপনাকে রংপুরে সাফারী’২০০৮ প্রোগ্রামে দর্শন করে হদয়ে এক দিব্য অনুভূতির সৃষ্টি হয়। আমি তখন থেকেই ২ মালা করে জপ শুরু করি। তবে পারিবারিক নানা চাপে প্রসাদ পেতে পারিনি। এর কযেকমাস পর আপনার অসুস্থ লীলায় প্রবেশের খবরে ১৬ মালা জপ করতে শুরু করি। যদিও স্থানীয় গুরু, লোকলজ্জা আর লোকেদের ইসকন সম্পর্কে নানা ধরনের নেগেটিভ কথায় দোটানায় চলে যায় কয়েকটা বছর। তবে গীতা ও অন্যান্য শাস্ত্র অধ্যয়ন করার পর, অনেকদিন অপেক্ষার পর ২০১১ সালের শেষের দিকে প্রসাদ পেতে শুরু করি।
পরবর্তীতে প্রভুর চাকরীর সুবাদে ঢাকা স্বামীবাগ মন্দিরের সংস্পর্শে আসার সুযোগ হয়। রংপুর ও ঢাকার শিক্ষাগুরুত্রয়ের কৃপায় ভক্তিজীবনে আবার প্রবেশ করি। দীর্ঘ সময় পর ২০১৭ সালের ২০ নভেম্বরে গৌড়মন্ডল ভূমির অন্যতম পবিত্রধাম সিলেট যুগলটিলা মন্দিরে আপনার কৃপাপ্রাপ্ত হই/আমার পারমার্থিক জন্ম হয়। আমার পারমার্থিক নাম হয় কৃষ্ণকান্তা কালিন্দি দেবী দাসী।
দীক্ষার পর আপনার কৃপায় ভক্তিজীবনে নতুন করে দিব্য আনন্দ ও উপলব্ধি আসতে থাকে। দীক্ষার পর চলমান অনেক পারিবারিক, সাংসারিক সমস্যাগুলো একের পর এক সমাধান হতে থাকে। সবাই আমাকে আদর-স্নেহ, ভালবাসতে থাকে। কৃষ্ণের কৃপায় বর্তমানে আমি ভগবানের জন্য ময়ূরের পাখা আর তুলসী মহারাণীর জন্য ড্রেস তৈরির কাজ করি। আর মাঝে মাঝে গ্রন্থ প্রচার করি।
হে পরম পিতা,
সময়ের স্বল্পতার কারণে আমি সবসময় অফলাইনে প্রচার করতে পারিনা, তবে উপর্যুক্ত সেবার পাশাপাশি অনলাইনে আমার প্রভুকে গ্রন্থ-বিতরণ ভিত্তিক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে প্রচার কার্যক্রমে সহযোগিতা করতে আগ্রহী। এমতাবস্থায়, আপনার দিক-নির্দেশনার অপেক্ষায় আছি। হরিবোল।
আপনার অনুগত সন্তান-
কৃষ্ণকান্তা কালিন্দি দেবী দাসী।