নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে
নমো আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে।
নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে
নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে।
প্রিয় গুরু মহারাজ,
কৃপাপূর্বক আপনার পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি গ্রহণ করুন। জয় শ্রীল প্রভুপাদ!
আপনার ৭৪তম আবির্ভাব তিথি জয়যুক্ত হোক। বছরের এই দিনটি প্রতিটি শিষ্যের জন্য চির প্রতীক্ষিত একটি দিন, সবচেয়ে মহিমান্বিত দিন।
প্রিয় গুরুদেব,
আমি জানি না আমি সঠিকভাবে সঠিক মনোভাব নিয়ে আমার মনোভাব ব্যক্ত করতে পারব কিনা, কিন্তু আপনার নিকট আমি চির কৃতজ্ঞ।
শুধুমাত্র এই জীবন নয়, আরো কত লক্ষ কোটি জীবন কাটিয়ে দিলাম তার কোনো হিসেব নেই। হইত এই জীবনের জন্য অপেক্ষায় ছিলাম। আমার উপর কৃপা করে আমার জীবনে এমন কাউকে পাঠিয়ে দিলেন যে আমায় শ্রীল প্রভুপাদ কে চিনিয়েছে, আপনাকে চিনিয়েছে। এরপর শুরু হলো আমার ভক্তি জীবন পালন করার অভ্যাস। শুরুতে শ্রীল প্রভুপাদের গ্রন্থ পরা, ভয়েস এর মধ্যে সেবা করা সব কিছুই ভালো যাচ্ছিলো আপনার কৃপাতে। কখনো কোনো দ্বিধা থাকলে সবার আগে আপনাকেই বলতাম। আমাকে শিখিয়েছিল চিত্রপট এর মধ্যে বলা আর আপনার সামনে গিয়ে বলা দুটির মধ্যে কোনো পার্থক্য নেই। তাই কোনো কিছু হলেই আপনাকে বলা হত। সেটি আমার পেটে ব্যাথা হোক কিংবা আমার জীবনের বড় কোনো সিদ্ধান্ত। আর এইটি আমি কাওকে বলে বুঝাতে পারব না যে আমার সব সমস্যা আপনি কিভাবে দূর করে দিলেন।
আমার মধ্যে অনেক দোষ আছে, আমি খারাপ। আমাকে আপনি এত সুযোগ দিয়ে যাচ্ছেন ভালো হয়ে যাবার জন্য কিন্তু আমি পারছি না। আমি চেষ্টা করছি সব কিছু কাটিয়ে নেবার। আপনাকে তো শুধু বিরক্ত করি। সব কিছুতেই আপনার কাছে যাচ্ছি। আর এইটাও জানি যে আপনি সব কিছুই ঠিক করে দিবেন। আর এখন যে সেবা করছি সেটি যেনো ভালো করে চালিয়ে যেতে পারি।
যদিও‘ধন্যবাদ’ শব্দটি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য যথেষ্ট নয়, তবুও গুরু মহারাজ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আমি চিরঋণী। কোন সেবা, কোন কথা, কোন কিছুর বিনিময়ে আপনার এই ঋণ পরিশোধ সম্ভব নয়।
হে শ্রীল গুরু মহারাজ,
আপনার আবির্ভাব তিথির এই শুভক্ষণে আপনার চরণকমলে এই প্রার্থনা করি, আমি যেন কখনোই আপনার চরণকমলের আশ্রয় ত্যাগ না করি।
জীবনের শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত যেন আপনার প্রেমময়ী সেবায় নিযুক্ত থাকতে পারি। প্রাপ্ত সমস্ত প্রশংসা যেন আপনার চরণে নিবেদন করতে পারি কোনরূপ লাভ, পূজা, প্রতিষ্ঠা না করে। শ্রীল প্রভুপাদের নির্দেশনা পূরণে যেন আপনাকে সহায়তা করতে পারি। আপনার মনোবাঞ্ছা অনুযায়ী যেন পরিপক্ক ও ঐকান্তিক ভক্ত হতে পারি। আর শ্রীচৈতন্য মহাপ্রভুর এই বৃহৎ সংকীর্তন যজ্ঞরূপী যন্ত্রে অন্তত যেন একটি ক্ষুদ্র অংশ হয়ে আজীবন যুক্ত থাকতে পারি।
আপনার ঐকান্তিক সেবক হওয়ার আকাঙ্ক্ষী,
জগন্নাথ পতিততারণ দাস (দীক্ষিত)
মায়াপুর, ভারত।