শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের ৭৪তম ব্যাস পুজা উপলক্ষ্যে শ্রদ্ধার্ঘ ।
হে প্রিয় গুরু মহারাজ,
হে প্রিয় আধ্যাত্মিক পিতা,
সমস্ত প্রশংসা শ্রীল প্রভুপাদ এবং স্বয়ং আপনার ।
Happy Kṛṣṇa conscious Appearance day, Hare Kṛṣṇa to you dear Guru Mahārāja.
৭৪ তম ব্যাস পুজার এই দিনে কৃপাপুর্বক আপনার শ্রীচরন কমলে আমার অনন্তকোটি দন্ডবদ প্রনাম গ্রহন করুন। আমার মত এক পাপী ও ঘৃন্য ব্যক্তিকে যে আপনি শিষ্য হিসাবে গ্রহন করেছেন এজন্যে প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । আমি অনেক হিসাব-নিকাশ করে দেখেছি আপনার মত এক মহান আচার্যের শিষ্য হওয়ার কোন যোগ্যতাই আমার নেই । তবুও আপনি ভগবান নিত্যানন্দ প্রভুর বিশেষ পার্ষদ হওয়ায় অত্যন্ত দয়ালু তাই সেটি সম্ভব হয়েছ । ভগবানের যত গুনের কথা শাস্ত্রে উল্লেখ আছে তা সবগুলো গুন আপনার মধ্যে বর্তমান আছে বলে আমার কাছে সবসময় প্রতীয়মান হয়।
হে প্রিয় মহান আচার্য,
প্রিয় মহানুভব,
এই মহা পবিত্র দিনে আমি ভগবান শ্রী শ্রী নৃসিংহ দেবের কাছে বিশেষ প্রার্থনা জানাই, আপনি যেন সবসময় সার্বিকভাবে সুস্থ থাকেন। পতীত জীবদের উদ্ধার কল্পে আপনি একটি বিশেষ মাইল ফলক স্থাপন করেছেন।শারীরিক অসুস্থতা সত্বেও শ্রীল প্রভুপাদের কাছে দেওয়া সকল প্রতিশ্রুতি আপনি অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন। আপনার অনন্ত গুনমহিমার কথা আমি বলে শেষ করতে পারব না এবং সে যোগ্যতা ও আমার নেই ।
অনুগ্রহ পুর্বক আমাকে কৃপা করবেন আমি যেন আপনার এবং শ্রীল প্রভুপাদের নির্দেশ পালন করতে পারি । এছাড়াও আপনার যত শিষ্য শিষ্যা আছেন তাদের শ্রীচরনে যেন আমার অবিচল শ্রদ্ধা থাকে এইটুকু আশির্বাদ করবেন। বৈষ্ণব অপরাধ যাহাতে না হয় সে বিষয়ে আমাকে কৃপা করবেন।
হে পরম দয়ালু প্রিয় গুরুমহারাজ,
হে পতীতপাবন,
সবশেষে আবারও আপনার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করি যাহাতে সবসময় আপনার চিন্ময় দর্শন পেতে পারি । আপনার শ্রীচরনে আমার কোন অপরাধ হয়ে থাকলে ক্ষমাভিক্ষা প্রার্থনা করছি ।
আপনার পারমার্থিক পুত্র/পুত্রি,
ব্রজেশ গোবিন্দ দাস ও মুক্তিদাত্রী রাধিকা দেবী দাসী
পেনসিলভেনিয়া, ইউ এস এ.